
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মুক্ত অমিত শাহ। শুক্রবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী ট্যুইট করে জানালেন সেই কথা। তবে চিকিৎসকের পরামর্শ মতো বেশ কিছুদিন সেল্ফ আইসোলেশনে থাকবেন বলেও জানান তিনি। এরসাথে তাঁর সমস্ত শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানান কেন্দ্রীয় মন্ত্রী। তিনি যে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন গুরুগ্রামের সেই হাসপাতালের সমস্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদেরও ধন্যবাদ জানান তিনি।
প্রসঙ্গত, গত ২ অগাস্ট স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ট্যুইট করে জানান, গত বেশ কয়েকদিন ধরে তাঁর করোনার উপসর্গ দেখা দেয়। এরপর করোনা পরীক্ষা করান স্বরাষ্ট্র মন্ত্রী। রিপোর্ট পজিটিভ আসে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও চিকিৎসকের পরামর্শ মত হাসপাতালে ভর্তী হন তিনি। বিগত ২ সপ্তাহে তাঁর সংস্পর্শে আসা সমস্ত মানুষকে পরীক্ষা করানোর কথাও জানান তিনি। দিন কয়েক আগেই অমিত শাহের শারীরিক অবস্থার ভুয়ো খবরে দেশ জুড়ে বিভ্রান্তি ছড়ায়। বিজেপি সাংসদ ট্যুইট করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা মুক্ত হয়েছেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে ট্যুইট করে জানানো হয় এই খবর ভুল। এরপর সাংসদ সেই ট্যুইট সরিয়ে নেন। দেশজুড়ে ক্রমাগত করোনার ছায়া ঘনিয়ে চলেছে। এর করাল গ্রাস থেকে বাঁচছেন না রাজনৈতিক নেতা থেকে সুপারস্টারও। ইতিমধ্যেই দেশের একাধিক নেতা মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। কয়েকদিন আগেই আক্রান্ত হয়েছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং সুপারস্টার অমিতাভ বচ্চন, তবে এরা দুজনেই এখন করোনা মুক্ত।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022