নিউজটাইম ওয়েবডেস্ক : বিগ বি-র পর এবার করোনা মুক্ত পুত্র অভিষেকও। অমিতাভের সাথে সাথে তাঁর পুত্র অভিষেক বচ্চন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর তাঁর স্ত্রী ঐশর্য্য এবং কন্যা আরাধ্যাও হাসপাতালে আসেন করোনা সংক্রমণ নিয়ে। তবে তারা আগেই করোনা নেগেটিভ হয়ে বাড়ি ফিরে গেছেন। ইতিমধ্যে সেরে উঠেছেন বর্ষিয়ান অভিনেতা অমিতাভ বচ্চনও। অবশেষে করোন মুক্ত হলেন অভিষেকও। সেই কথাই উচ্ছসিত হয়ে জানালেন তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে।
গত ১১ই জুলাই বাবা অমিতাভের সঙ্গে করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর তিনি জানান তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে। তার পরের দিন অর্থাৎ ১২ তারিখই মা জয়া বচ্চন ছাড়া বাড়ির সকলে করোনা আক্রান্ত বলে জানা যায়। এরপরই হাসপাতালে ভর্তি হন তারা সকলে। গত ২রা অগাস্ট করোনা জয় করে বাড়ি ফিরে আসেন বিগ বি, তারপর তাঁর পুত্রবধু ঐশর্য্য ও নাতনি আরাধ্যা করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরে আসেন। কিন্তু তখনও করোনা রিপোর্ট পজিটিভ আসে অভিষেকের। তখনই তিনি ট্যুইট করে জানান, তার কোমর্বিডিটির কারণে তাঁকে আরও কয়েকদিন থাকতে হবে হাসপাতালে, এবং শপথ করেন তিনি করোনাকে জয় করে বাড়ি ফিরবেন।
শনিবার দুপুরে অভিষেক ফের ট্যুইট করে জানান, তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। উচ্ছসিত হয়ে তিনি লেখেন, বলেছিলাম এই যুদ্ধ আমি জিতবই। আপনাদের সকলকে আমার জন্য প্রার্থণা করার জন্য ধন্যবাদ। নানাবতী হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও ধন্যবাদ জানান তিনি।