
নিউজটাইম ওয়েবডেস্ক : অশুভ শক্তিকে হারানোর মতে করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে জয়ের জন্য দেবী দুর্গার আশীর্বাদ প্রার্থনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে মহালয়ার শুভেচ্ছাও জানালেন।
বৃহস্পতিবার সকালে একটি টুইটবার্তায় মোদী বলেন, ‘এবার মহালয়ায় মা দুর্গার কাছে আশীর্বাদ হিসেবে শক্তির প্রার্থনা করছি, যাতে আমরা বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী কাটিয়ে উঠতে পারি। মা দুর্গার আশীর্বাদ যেন সকলের সুস্বাস্থ্য এবং সুখ নিশ্চিত করে। আমাদের পৃথিবী যেন সমৃদ্ধ হয়ে ওঠে। শুভ মহালয়া।’ তবে এই প্রথম নয়, ২০১৪ সালে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর মহালয়ার শুভেচ্ছা জানিয়েছিলেন মোদী। প্রতিবারই মানুষের সুখ-সমৃদ্ধির জন্য দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন। গতবারও শুভেচ্ছা জানিয়েছিলেন। এবার মানুষের সুখ-সমৃদ্ধির পাশাপাশি করোনাভাইরাস পরিস্থিতিতে দেবী দুর্গার কাছে মহামারীর থেকে মুক্তিলাভের জন্য প্রার্থনা করেছেন তিনি। এবার তো মোদীর ৭০ তম জন্মদিনেই মহালয়া পড়েছে। এবার মহালয়ার পর দেবী দুর্গার মর্ত্যে আগমনের জন্য এক সপ্তাহ নয়, এক মাসেরও বেশি সময় অপেক্ষা করতে হবে। সেই আগামী ২১ অক্টোবর মহাষষ্ঠী পড়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022