
A medical staff member takes the temperature of a man at the Wuhan Red Cross Hospital in China on Jan. 25. HECTOR RETAMAL/AFP via Getty Images
নিউজটাইম ওয়েবডেস্ক : চিনে করোনা ভাইরাসের আরও ১০০ জনের মৃত্যু। যা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০০০। সরকারিভাবে সোমবার সব মিনিয়ে ১০১৬ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে। সবমিলিয়ে ৪২৬৩৪ জন আক্রান্ত হয়েছেন। চিনের বাইরে হংকং এবং ফিলিপিন্স থেকে একজন করে মোট দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
৩ ফেব্রুয়ারি সোমবার চিন প্রশাসনের জানানো হয়েছিল মৃতের সংখ্যা ৩৬০। আর ৯ ফেব্রুয়ারি রবিবার রাতে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়ে যায়। সোমবার রাতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০০০। মৃতের সংখ্যা সরকারি ভাবে ১০১৬ জন বলে জানানো হয়েছে। এদিকে আক্রান্তের সংখ্যা ১৭,২০০ জন। আর ৯ ফেব্রুয়ারি রবিবার আক্রান্তের সংখ্যাটা ৩৯৮০০ অতিক্রম করে। সোমবার রাতে সরকারি ভাবে জানানো হয়েছে, ৪২৬৩৪ জন নোবেল করোনা নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে বিশ্বের ২৪ টি দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩১৯ জন। যার মধ্যে ৩ জন ভারতীয় রয়েছেন। হুবেই প্রদেশের রাজধানী উহান, যেখান থেকে এই করোনা ভাইরাসের উৎপত্তি, সেখানে বাড়ি থেকে ঢোকা বেরনো বন্ধ করার কথা ঘোষণা করেছে প্রশাসন। নজরদারির জন্য চেক পোস্টও বসানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে সোমবার জানানো হয়েছে, তাদের একটি অনুসন্ধানকারী দল চিনে পৌঁছেছে। পরবর্তী সময়ে আরও একটি বড় দল সেখানে যাবে। নোবেল করোনা নিউমোনিয়া পরীক্ষার জন্য সারা বিশ্বে ১৬৮ টি ল্যাবরেটরিকে চিহ্নিত করা হয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022