করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়াল ৭০ হাজার, লাফিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনা

নিউজটাইম ওয়েবডেস্ক : মৃত্যুমিছিল থামছেই না। চিনে মৃত এবং আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। লাফিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানিয়েছে, এখনও নিয়ন্ত্রণে আসেনি ভাইরাসের প্রকোপ। সব মিলিয়ে চিনের সঙ্গে গোটা বিশ্বেই উদ্বেগ বাড়ছে। মৃতের সংখ্যার দিক থেকে সার্সকে অনেক আগেই ছাপিয়ে গেছে করোনাভাইরাস। উহানের গণ্ডি ছাড়িয়ে করোনা হানা দিয়েছে হুবেইতেও। শনিবার সকালে সেখানে নতুন করে ১৪৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার মৃতের সংখ্যা ছাড়াল ১৬০০। আর সোমবার তা বেড়ে হল ১,৭৬৫।

সঙ্কট তৈরি হয়েছে চিনের স্বাস্থ্যক্ষেত্রে। যে হুবেই প্রদেশে ভাইরাসের থাবা সবচেয়ে বেশি, সেখানে দিন-রাত এক করে কাজ করছেন স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা। মুখোশ, গ্লাভস, পোশাক ও নিরাপদ চশমার সঙ্কট দেখা দিয়েছে। স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, তাঁরা এক বার খাচ্ছেন। কারণ হাসপাতালে বার বার পোশাক, গ্লাভস, মুখোশ খুলে খাওয়া দাওয়ার সময় সংক্রমণ হতে পারে।

চিনে যে পরিস্থিতি দেখা দিয়েছে তাতে আতঙ্ক ছড়াচ্ছে ক্রমশ। ফ্রান্সে করোনায় আক্রান্ত ৮০ বছরের এক চিনা পর্যটকের মৃত্যু হয়েছে। ফ্রান্সে মোট সংক্রমিত ১১ জন। এর মধ্যে মৃত ব্যক্তির মেয়েও রয়েছেন। তবে তিনি এখন অনেকটাই সুস্থ বলে জানা গিয়েছে। চিনের বাইরে ২৪টি দেশে পাঁচশোরও বেশি লোক নোভেল করোনাভাইরাসে আক্রান্ত।

সম্প্রতি একটি বেসরকারি রিপোর্টে দাবি করা হয়েছিল, আসল মৃতের সংখ্যা চেপে দিচ্ছে চিন সরকার। যখন ৩০০ জন মারা গিয়েছিলেন, তখনই আসলে ২৫ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। বেজিং সরকার অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube