করোনা: বাতিল করা হল সমস্ত বিদেশি ভিসা

নিউজটাইম ওয়েবডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লু এইচ ও করোনাভাইরাসকে বিশ্বব্যাপী মহামারী ঘোষণা করেছেন বুধবার। ঠিক তারপরই  ভারতের বাইরে সমস্ত দেশের  জারি করা যাবতীয় ভিসা বাতিল করল ভারত সরকার। শুক্রবার মধ্যরাত থেকে বিশেষ কারণ ছাড়া ভারতে প্রবেশ করতে পারবেন না কোনও বিদেশি। এবং আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে এই নিয়ম।

সূত্রের খবর , বুধবার স্বাস্থ্য সংক্রান্ত করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। নির্দেশিকায় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে :-

 

১. শুক্রবার মধ্যরাত ১২টার পর সমস্ত ভারতীয় ভিসা বাতিল করা হয়েছে। শুধুমাত্র  অফিশিয়াল ও অন্য কোনও আন্তর্জাতিক সংগঠনের কর্মীদের জন্য জারি ভিসা বলবৎ থাকবে।

২. প্রবাসী ভারতীয় কার্ডধারীদের ভিসা ছাড়া দেশে প্রবেশের অধিকার ১৫ এপ্রিল পর্যন্ত প্রত্যাহার করা হচ্ছে।

৩. যদি কোনও বিদেশি নাগরিকের ভারতে প্রবেশ করা খুব প্রয়োজনীয় হয় তবে তাকে কাছাকাছি ভারতীয় দূতাবাস বা কনসোলেটে যোগাযোগ করতে হবে।

৪. যে কোনও ব্যক্তি চিন, ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, স্পেন ও জার্মানি থেকে এলে বা ১৫ ফেব্রুয়ারির পর সেখানে গিয়ে থাকলে ভারতে প্রবেশের পর তাকে ১৪ দিন ঘেরাটোপে থাকতে হবে। ভারতীয় নাগরিকদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে।

৫. অত্যন্ত প্রয়োজনীয় না হলে বিদেশ ভ্রমণ করতে  বারণ করছে স্বাস্থ্য মন্ত্রক। সেক্ষেত্রে বিদেশ থেকে ফিরলে ১৪ দিন ঘেরাটোপে থাকতে হবে।

 

বুধবারই করোনাভাইরাসকে বিশ্বব্যাপী মহামারী ঘোষণা করেছে  ডব্লু এইচ ও -র প্রধান । জানিয়েছেন, চিনের তুলনায় বাইরো ১৩ গুণ দ্রুত ছড়াচ্ছে করোনার সংক্রমণ, ‌যা অত্যন্ত চিন্তার বিষয় ।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube