করোনা প্রতিরোধে তারকারা

নিউজটাইম ওয়েবডেস্ক : দেশ হোক বা বিদেশ ইংল্যান্ড হোক বা ইন্ডিয়া করোনা আতঙ্কে আক্রান্ত প্রত্যেকে । ইতিমধ্যেই ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৫ । এই সময়েই সাধারণ মানুষকে ভয় না পেয়ে মোকাবিলা করার বার্তা দিচ্ছেন তারকারা ।

অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী পাড়ি দিয়েছেন লন্ডনে । কিন্তু মুখে পড়তে ভোলেননি এন-৯৫ মাস্ক । সতর্ক করেছেন সাধারণ মানুষকে।

বিমান বন্দরে মাস্ক পড়া ছবি পোস্ট করলেন সোহা আলি খান । শ্যুটিং স্পটে ‌যাওয়ার কপিল শর্মার মাস্ক পড়া ছবি ও ছড়িয়ে পড়েছে সর্বত্র ।

ফলে সব মিলিয়ে করোনা আতঙ্কে ‌যে সেলিব্রিটিদের গ্রাস করছে তা বলাই ‌যায় । তবে সবারই  এক কথা আতঙ্কিত নয় । সকলে মিলে মোকাবিলা করতে হবে এই ভাইরাসের

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube