
নিউজটাইম ওয়েবডেস্ক : চীনে বাড়ছে করোনা, এমনই খবর পাওয়া যাচ্ছে। নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে করোনার উপজাতি বিএফ পয়েন্ট সেভেন। নতুন এই সাব ভেরিয়েন্ট কাবু করছে অনেককে। আবারও নাকি স্বাস্থ্য কেন্দ্রগুলিতে লাইন পড়েছে। তাই কোভিড পরিস্থিতি সামাল দিতে সচেতন হয়ে উঠেছে চিন সরকার। স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে। চিনের শানজি, হুনান, হেবাই ও জিয়াংসু প্রদেশের হাসপাতালগুলিতে অতিরিক্ত সময় কাজ করছেন স্বাস্থ্য কর্মীরা।
চীনে ছড়িয়ে পড়েছে করোনার চতুর্থ ঢেউ। সতর্ক ভারতও। বিদেশ থেকে আসা প্রত্যেক যাত্রীর করোনা পরীক্ষা করানো হচ্ছে। কোভিড ধরা পড়লে পাঠানো হচ্ছে আইসোলেশনে। ওই করোনা রোগীর সংস্পর্শে আসা অন্যান্য যাত্রীদের পাঠানো হচ্ছে কোয়ারেন্টাইনে। ভারতের প্রত্যেকটি রাজ্যের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে হয়েছে মক ড্রিল। হঠাৎ করে যদি করোনার বাড়বাড়ন্ত হয়, তবে তা সামাল দিতে রাজ্য সরকারগুলি তৈরি কি না তা খতিয়ে দেখেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023