
নিউজটাইম ওয়েবডেস্ক : সম্প্রতি দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় শিরি হয়েছিল নেটদুনিয়ায়। প্রাথমিকভাবে জানানো হয় দাউদ করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারান। কিন্তু এই খবরের সত্যতা অস্বীকার করেন দাউদের ভাই। কিন্তু এবার ফের নতুন করে শুরু হল জল্পনা। সানডে গার্ডিয়ান দাবি করেছে, পাক সেনার নির্দেশেই খুন করা হয়েছে মোস্ট ওয়ান্টেড দাউদকে। নিজেদের মাথা থেকে দাউদকে নামাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।
এই সানডে গার্ডিয়ান নামক পোর্টালের দাবি, পাক সেনা সদর GHQ সূত্র থেকে এই খবর জানিয়েছেন ভারত ও পাকিস্তানের গোয়েন্দারা। ২০১৭ সাল থেকে ডি কোম্পানি প্রধান দাউদের কাজকর্মের ওপরে নজর রাখা হয়েছিল। এমনকি তাঁর আত্মীয়দেরও দাউদের মৃত্যুর খবর অস্বীকার করার নির্দেশ দেওয়া হয়েছিল। আসলে দাউদকে পাকিস্তান থেকে সরিয়ে দিতে চেয়েছিল পাক সেনা। এদিন এমনটাই দাবি করেন গোয়েন্দারা। গোয়ান্দাদেপ তরফে আরও জানা যায়, দাউদ যেখানে ছিলেন, সেখানে তাঁর করোনা সংক্রমণ ঘটার কোনও সম্ভাবনা নেই। বরং চিকিত্সার নাম করে তাঁকে বিষ ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়েছে বলে অনুমান করা হচ্ছে। যার জেরে মাল্টি অরগ্যান ফেলিওর হয়ে ডি কোম্পানি প্রধানের মৃত্যু হতে পারে। যদিও এক আগে একাধিকবার দাউদের মৃত্যুর খবর রটেছিল। তার মধ্যে ভারতের গোয়েন্দা সংস্থাগুলি প্রায় নিয়মিত দাউদের খবর মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ একাধিক দেশেকে প্রদান করত। যার ফলে চাপ বাড়তে থাকে পাকিস্তানের। তাই নিজেদের মাথা থেকে দাউদের দায়িত্ব ঝেড়ে ফেলতে তাঁকে হত্যা করা হয়েছে বলেই মনে করা হচ্ছে।Latest posts by news_time (see all)
- অমিল বেতন, বিক্ষোভে কর্মচারীরা - June 1, 2023
- কান্দিতে উদ্ধার তাজা বোমা - June 1, 2023
- ফের পথ দুর্ঘটনা - June 1, 2023