করোনা নিয়ে বৈঠকে ফের নবান্নে আজ মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজটাইম ওয়েবডেস্ক : মহামারি করোনার গ্রাসে আতঙ্কিত গোটা দেশ তথা রাজ্য । এই পরিস্থিতিতে বঙ্গবাসীর জন্য বড় সিদ্ধান্ত নিল মমতা সরকার। ২ টাকা করে যাঁরা চাল পেতেন, তাঁদের এবার থেকে বিনামূল্যে দেওয়া হবে সেই চাল। শুক্রবার নবান্নে করোনার বিষয়ে আবার ও বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

পাশাপাশি জরুরি পরিষেবায় যুক্ত যে সকল কর্মী নিরন্তর কাজ করছেন এই পরিস্থিতিতে, তাঁদের পুজোর পর বিশেষ ছুটি দেওয়া হবে বলে জানালেন মমতা। একইসঙ্গে বেসরকারি কর্মীদের হাজিরা ৫০ শতাংশ করার পরামর্শ দিয়েছেন বাংলার মুখ্য়মন্ত্রী

মমতার একগুচ্ছ ঘোষণাগুলি একনজরে

* ৭ কোটি ৮৫ লক্ষ মানুষ ২টাকা করে চাল বিনামূল্যে  পাবেন আগামী ৬ মাস পর্যন্ত।

*বেসরকারি কর্মীদের হাজিরা ৫০ শতাংশ করার পরামর্শ, কর্মীদের কাজের সময় কাটছাঁট করা হোক।

* জরুরি পরিষেবায় যুক্ত রয়েছেন এমন কর্মীদের জন্য পুজোর পর বিশেষ ছুটির ব্য়বস্থা।

* করোনায় সাহায্য়ের জন্য স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ড তৈরি করা হচ্ছে।

* ২২শে মার্চ প‌র্যন্ত অপেক্ষা না করে ‌যত দ্রুত সম্ভব বিমান পরিষেবা বন্ধ করা হোক

 

প্রসঙগত, অন্যান্য স্থানের মত  পশ্চিমবঙ্গেও করোনাভাইরাস নিয়ে উদ্বেগ বাড়ছে। এ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ২। এই পরিস্থিতিতে আজ বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন মমতা। অপরদিকে মোদির ডাকা ‘জনতা কার্ফু’ প্রসঙ্গে এদিন মমতা বলেন, ”এটা মানুষের সিদ্ধান্ত, তাঁরাই নেবেন”।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube