করোনা টেস্ট কিট তৈরি হবে রজ্যেই, গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রশাসনের তরফ থেকে

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা চিকিৎসায় নয়া পদক্ষেপ রাজ্য সরকারের, কিট তৈরি হবে রাজ্যেই। স্কুল অফ ট্রপিকাল মেডিসিন করোনা চিকিৎসার জন্য বিশেষ আধার বা কিট তৈরি করল ‌যা চিকিৎসাধীন ব্যাক্তিদের নমুনা পরীক্ষা করা হয়ে উঠবে বেশ সহজ। এই কিটটির নাম ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া।

করোনা আক্রান্তদের সংক্রমণ সুনিশ্চিত করার জন্য তাদের সোয়াব বা লালারস পরীক্ষা করতে হয়। এই লালারস সংগ্রহের জন্য দরকার একটি বিশেষ কিটের, ‌যা এবার তৈরি হতে চলেছে স্কুল অফ ট্রপিকাল মেডিসিনে। এর জন্য প্রস্তুতি ইতেমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে স্বাস্থ্য দফতরের তরফ থেকে। এই কিটের জন্য কোভিড-১৯ এর পরীক্ষা করা ‌যাবে অত্যন্ত দ্রুত।

এই কিটের ফলে বাঁচবে বেশ কিছুটা মূল্যবান সময়, ‌যার ফলে চিকিৎসা শুরু করা ‌যাবে দ্রুত। এই ব্যবস্থা রাজ্যে এই জরুরী পরিস্থিতিতে বেশ খানিকটা ইতিবাচক রেশ আনছে স্বাস্থ্যকর্মীদের মধ্যে। এক স্বাস্থ্য কর্মী জানান, স্কুল অফ ট্রপিকাল মেডিসিনে এর আগে এই ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া তৈরির কাজ হত, ‌যা মাঝে বন্ধ ছিল। তবে বর্তমান পরিস্থিতি দেখে আবার শুরু হচ্ছে এই কাজ।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube