করোনা ছড়ালে মুসলিমদের দায়ী করা হবে – মহরমের শোভাযাত্রার আর্জি খারিজ করে মন্তব্য সুপ্রিম কোর্টের

নিউজটাইম ওয়েবডেস্ক : মহরমের শোভাযাত্রায় অনুমতি দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। তা খারিজ করে দিল শীর্ষ আদালত। 

রায়দানের সময় প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ জানায়, সারাদেশের জন্য একটি সাধারণ নির্দেশের ফলে ‘বিশৃঙ্খলা’ তৈরি হবে। এরকম রায়ের ফলে পুরো সম্প্রদায়ের মানুষকেই সমস্যার মুখে পড়তে হতে পারে। বেঞ্চের তরফে বলা হয়, ‘সারাদেশের জন্য একটি সাধারণ নির্দেশ দেওয়া সম্ভব নয়। তার ফলে বিশৃঙ্খলা তৈরি হবে। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য ওই নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করা হবে। আমরা সেটা চাই না।’ পাশাপাশি আবেদনকারী রাজ্যগুলিকেও মামলায় পক্ষ করেননি বলে জানায় শীর্ষ আদালত।

নিজের পিটিশনে আবেদনকারী সইদ কালবে জাভেদ জানান, জৈন ধর্মীয় অনুষ্ঠানের শেষ দু’দিনে প্রার্থনার জন্য মুম্বইয়ের তিনটি মন্দির খোলার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। পুরীতে জগন্নাথ মন্দিরে রথযাত্রার জন্য একইরকম ছাড় দেওয়া হয়েছিল বলে পিটিশনে জানিয়েছিলেন আবেদনকারী।

Inform others ?
Share On Youtube

হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে !

Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube