করোনা কেড়ে নিল প্রাক্তন রিয়াল মাদ্রিদ সভাপতির প্রাণ

নিউজটাইম ওয়েবডেস্ক : পৃথিবী এখন এক অদ্ভুত পরিস্থিতিতে । করোনা ভাইরাসের কবলে পড়েছেন বিশ্বের প্রায় ৩ লক্ষ মানুষ। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১৩ হাজার। মহামারির আকার নিয়েছে গোটা বিশ্ব।বাদ পড়েনি ক্রীড়ামহল ও। আক্রান্ত বহু ক্রীড়াব্যক্তিত্ব। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ২১ বছর বয়সি স্প্যানিশ ফুটবল প্রশিক্ষক ফ্রান্সিস্কো গার্সিয়ার। এবার আন্তর্জাতিক ফুটবলমহলকে স্তব্ধ করে করোনার বলি হলেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট লরেঞ্জো স্যাঞ্জ।তাঁর বয়েস হয়েছিল ৭৬ বছর। তিনি করোনার উপসর্গ নিয়ে সপ্তাহের শুরুতেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁকে হাসপাতালে নিয়ে আসেন ছেলে ফার্নান্দো। রবিবার সেখানেই মৃত্যু হয় তাঁর।

রিয়ালের তরফ থেকে লরেঞ্জোর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। পরিবার-পরিজনের প্রতি সমবেদনা ও জানানো হয়। ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত পাঁচ বছর রিয়াল মাদ্রিদ টিমের প্রেসিডেন্ট ছিলেন লরেঞ্জো। লরেঞ্জো সভাপতি থাকাকালীন রিয়াল তিন দশকের খরা কাটিয়ে দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জেতে। এছাড়া তাঁর সময়ে মাদ্রিদ একবার ইন্টারকন্টিনেন্টাল কাপ, একবার লা লিগা খেতাব, একবার স্প্যানিশ সুপার কাপ, এবং একটি বাস্কেটবল লিগের ট্রফি ঘরে তোলে।

আরও দু’বার প্রেসিডেন্ট পদের দৌড়ে ছিলেন লোরেঞ্জো। শেষমেষ তাঁকে পিছনে ফেলে দেন ফ্লোরেন্তিনো পেরেজ ও রামন কালডেরন।

করোনা আতঙ্ক গোটা বিশ্বকে গ্রাস করলেও স্পেনে এর প্রভাব ব্যাপক। ইতিমধ্যেই সেখানে দেড় হাজারের কাছাকাছি মানুষ মারা গিয়েছেন করোনা আক্রান্ত হয়ে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube