‘করোনা এক্সপ্রেস আমি বলিনি’, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজটাইম ওয়েবডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  বিরুদ্ধে অমিত শাহ, পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনা ট্রেনকে “করোনা এক্সপ্রেস  বলার অভিযোগ তোলার ২৪ ঘণ্টা পরেই সেই অভিযোগ খারিজ করে দিলেন খোদ মুখ্যমন্ত্রী। বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষ যা বলেছেন, সেটাই উল্লেখ করেছেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “বাংলায় ফিরে এসেছেন ১১ লক্ষের বেশি শ্রমিক। কখনও পরিযায়ীদের ট্রেনকে ‘করোনা এক্সপ্রেস’ বলিনি। সাধারণ মানুষ এই নাম দিয়েছে”। মঙ্গলবার ভার্চুয়াল জনসভায় অমিত শাহ অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরণের অপমানজনক মন্তব্য করে শ্রমিকদের অপমান করেছেন, এবং শ্রমিকরাই তাঁর বিদায়ী ট্রেন হবেন।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, “যেহেতু করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে, সেই জন্য যাতে এক জায়গায় বহু মানুষের ভিড় না হয়, তারজন্য রেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। সেই জন্যই আমি বলেছি…যেটার আপনি ভুল মানে বুঝেছেন”।

এদিনের সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যদি আপনি লকডাউনের ঘোষণার আগে যদি আপনি ৭দিন শ্রমিক স্পেশাল ট্রেন চালাতেন, তাহলে এই তিনমাস শঅরমিকদের ভোগান্তি হত না। আমাদের থেকে আপনাকে শিখতে হবে। এখানকার শ্রমিকরা কোথাও যেতে চাননি”।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ খারিজের পাশাপাশি এদিনের সভা থেকে সরকারি দফতরগুলিতে শিফট চালুর ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম শিফটে কাজ হবে সকাল ৯.৩০টা থেকে দুপুর ২.৩০টে পর্যন্ত, পরের শিফট হবে বেলা ১২.৩০টাথেকে বিকেল ৫.৩০টা পর্যন্ত। করোনা ভাইরাসের ছড়িয়ে পড়ার কারণে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে রাজ্যের তরফে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube