
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ দেখা দেওয়ায় গুরগাঁওয়ের হাসপাতালে ভরতি করা হল বিজেপি-র জাতীয় মুখপাত্র সম্বিৎ পাত্রকে।
বৃহস্পতিবার সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, সকালে গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে ভরতি করা হয়েছে সম্বিৎ পাত্রকে। তাঁর শরীরে কোভি়ড-১৯ পসর্গ দেখা দেওয়ার পরেই হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। টুইটারে ৪৪ লাখের বেশি ফলোয়ার থাকা সম্বিৎ বিভিন্ন টিভি চ্যানেল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জনপ্রিয় মুখ। বৃহস্পতিবার সকালেও তিনি সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছেন। হাসপাতালে বিজেপি নেতার স্বাস্থ্যের উপরে সজাগ নজর রাখা হয়েছে বলে জানিয়েছে মেদান্ত হাসপাতাল সূত্র।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022