
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আবহে আক্রান্তের হারে একের পর এক রেকর্ড গড়ছে বিশ্বের বিভিন্ন দেশ। মার্কিন মুলুকেও এর অন্যথা হয়নি। এমনকি কিছু মাস আগে পর্যন্তও আক্রান্তের হারে বিশ্বে শীর্ষে ছিল এই দেশ। বর্তমানে মার্কিনযুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৩৯,১২৮।
এর মধ্যেই ফের ২৪ ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যায় রেকর্ড গড়ল মার্কিন যুক্ত রাষ্ট্র। পরিসংখ্যান বলছে গত ২৪ ঘন্টায় মোট আক্রান্ত হয়েছে ৭৭,০০০ মানুষ। আরিজোনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ও টেক্সাসের মত এলাকায় সবথেকে বেশি সংক্রমণ ঘটছে। এই সমস্ত স্থানে হাসপাতালে রোগীদের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা দুইই সর্বাধিক। এর পাশাপাশি আরও অন্য বিভিন্ন স্টেটেও সংক্রমণের হার ভয়াবহ ভাবে বাড়ছে। আরিজোনা ওবং টেক্সাসের মত রাজ্যে শীতাতপ নিয়ন্ত্রিত ট্রাক ভ্রাম্যমান মর্গ হিসেবে ব্যবহার করা হচ্ছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022