করোনা আবহে ভিড় ও যানজট এড়াতে নয়া উদ্যোগ গুগল ম্যাপের

নিউজটাইম ওয়েবডেস্ক :

 
করোনা সংক্রমণ এড়াতো বারে বারে বলা হচ্ছে সামাজিক দরত্ব বজায় রাখার কথা। কিন্তু পথে নামলে কিভাবে এড়ানো যাবে ভিড়ভাট্টা! এবারক আপনি যেকোন স্থান থেকে খুব সহজেই এবিষয়ে জানতে পারবেন গুগল ম্যাপ মারফত। এই ম্যাপিং পরিষেবার নতুন সংস্করনটি আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন কোন রাস্তা দিয়ে গেলে আপনাকে খুব ভিড়-ভাড়ের ঝোক্কি পোহাতে হবেনা। বরং আপনি বেশ ফাঁকায় ফাঁকায় পৌঁছে যেতে পারবেন। তবে শুধুমাত্র প্রাইভেট গাড়ির ক্ষেত্রেই নয় এি ম্যাপ আপনাকে জানাতে পারবে, কোন ট্রেনে কত ভিড় রয়েছে, কোন স্টেশনে ট্রেন চলছে এবং কোন কোন নির্দিষ্ট রুটে বাস চলাচল করছে ও তাতে ঠিক কতটা ভিড় হতে পারে এই সমস্ত কিছুই।

অ্যাপেল বা অ্যান্ড্রয়েড সফ্টওয়্যারে এই গুগল ম্যাপের ফ্রি আপডেট সংস্করণগুলি পাওয়া যাবে। এই ম্যাপ, যাঁরা গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছেন তাঁদের কোভিড-১৯ চেকপয়েন্টগুলি সম্পর্কে জানতে সহায়তা করবে এবং যাঁরা গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছেন তাঁদের কোভিড-১৯ চেকপয়েন্টগুলি সম্পর্কে জানাবে এবং করোনা সম্পর্কিত বিধিনিষেধগুলোকেও মনে করিয়ে দেবে।

এবিষয়ে একটি ব্লগ পোস্ট করেছেন গুগল ম্যাপের প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর রমেশ নাগারাজন। সেখানে তিনি লেখেন, “আপনি যদি নিজের গাড়ি নিয়ে বা গণ পরিবহণ ব্যবস্থার মাধ্যমে গন্তব্যে পৌঁছতে চান তবে আপনি যাতে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সহজেই পেয়ে যান সেবিষয়ে আপনাকে সহায়তা করার জন্যেই নতুন ফিচার বা বৈশিষ্ট্যগুলো আনা হয়েছে”।

তিনি আরও লেখেন, “এই পরিস্থিতিতে রাস্তায় বেরোনোর আগেই এখন প্রত্যেকের জন্য এইসব তথ্য জানা গুরুত্বপূর্ণ। এমনকী যেসব মানুষদের ঠিক সময়ে কর্মস্থলে যেতে হবে অথচ ভিড়ও এড়াতে হবে তাঁদের সবার জন্য এটি আরও কার্যকরী ভূমিকা নেবে। ইতিমধ্যেই দেখা গেছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রাজিল, ব্রিটেন, কলম্বিয়া, ফ্রান্স, ভারত, মেক্সিকো, নেদারল্যান্ডস, স্পেন, থাইল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রে গোষ্ঠী সংক্রমণের সতর্কতা জারি করা হয়েছে, তাই পথে বেরোনোর আগে এই তথ্যগুলো জেনে নেওয়া একান্ত প্রয়োজনীয়”।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube