করোনা আবহে প্রকাশিত হল আইসিএসই ও আইএসসি পরীক্ষার রুটিন

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে দেশজুড়ে ২৫ মার্চ থেকে চলছে লকডাউন। আর এই লকডাউনের জেরে স্থগিত হয়েছিল আইসিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। শুক্রবার নতুন করে প্রকাশিত হল এই পরীক্ষার রুটিন। আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে দশম শ্রেণির পরীক্ষা। যা শেষ হবে ১২ জুলাই। অন্যদিকে ১ জুলাই থেকে শুরু হচ্ছে দ্বাদশ শ্রেণির পরীক্ষা। যা ১৪ জুলাই শেষ হবে। 

একঝলকে দেখা নেওয়া যাক দশম শ্রেণির পরীক্ষার সূচিঃ

  • ২ জুলাই – জিওগ্রাফি H.C.G পেপার ২ (সময় ২ ঘণ্টা)
  • ৪ জুলাই – আর্ট পেপার ৪ (অ্যাপ্লায়েড আর্ট) (সময় ৩ ঘণ্টা)
  • ৬ জুলাই – (গ্রুপ ৩ – ইলেকটিভ) – কর্ণাটক মিউজিক, কমার্শিয়াল অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কুকারি, ড্রামা, ইকনমিক অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল অ্যাপ্লিকেশন, ফ্যাশন ডিজাইনিং, ফ্রেঞ্চ, জার্মান, হিন্দুস্তানি মিউজিক, হোম সায়েন্স, ইন্ডিয়ান ডান্স,মাস মিডিয়া অ্য়ান্ড কমিউনিকেশন, ফিজিক্যাল এডুকেশন, স্প্যানিশ, ওয়েস্টার্ন মিউজিক, যোগা, টেকনিক্যাল ড্রয়িং অ্যাপ্লিকেশন (সময়  ২ ঘণ্টা)
  • ৮ জুলাই – হিন্দি (সময় ৩ ঘণ্টা)
  • ১০ জুলাই – বায়োলজি -সায়েন্স (পেপার ৩) – (সময় ২ ঘণ্টা)
  • ১২ জুলাই – ইকনমিক্স (গ্রুপ টু ইলেকটিভ) -(সময় ২ ঘণ্টা)
প্রতিটি পরীক্ষা শুরু হবে বেলা ১১টা থেকে।

একঝলকে দেখা নেওয়া যাক দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচিঃ

  • ১ জুলাই – বায়োলজি (পেপার ১)
  • ৩ জুলাই – বিজনেস স্টাডিজ
  • ৫ জুলাই – জিওগ্রাফি
  • ৭ জুলাই – সাইকোলজি
  • ৯ জুলাই – সোসিওলজি
  • ১১ জুলাই – হোম সায়েন্স (পেপার ১)
  • ১৩ জুলাই– ইলেকটিভ ইংলিশ
  • ১৪ জুলাই – আর্ট-ক্রাফট
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube