
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে দেশজুড়ে ২৫ মার্চ থেকে চলছে লকডাউন। আর এই লকডাউনের জেরে স্থগিত হয়েছিল আইসিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। শুক্রবার নতুন করে প্রকাশিত হল এই পরীক্ষার রুটিন। আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে দশম শ্রেণির পরীক্ষা। যা শেষ হবে ১২ জুলাই। অন্যদিকে ১ জুলাই থেকে শুরু হচ্ছে দ্বাদশ শ্রেণির পরীক্ষা। যা ১৪ জুলাই শেষ হবে।
একঝলকে দেখা নেওয়া যাক দশম শ্রেণির পরীক্ষার সূচিঃ- ২ জুলাই – জিওগ্রাফি H.C.G পেপার ২ (সময় ২ ঘণ্টা)
- ৪ জুলাই – আর্ট পেপার ৪ (অ্যাপ্লায়েড আর্ট) (সময় ৩ ঘণ্টা)
- ৬ জুলাই – (গ্রুপ ৩ – ইলেকটিভ) – কর্ণাটক মিউজিক, কমার্শিয়াল অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কুকারি, ড্রামা, ইকনমিক অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল অ্যাপ্লিকেশন, ফ্যাশন ডিজাইনিং, ফ্রেঞ্চ, জার্মান, হিন্দুস্তানি মিউজিক, হোম সায়েন্স, ইন্ডিয়ান ডান্স,মাস মিডিয়া অ্য়ান্ড কমিউনিকেশন, ফিজিক্যাল এডুকেশন, স্প্যানিশ, ওয়েস্টার্ন মিউজিক, যোগা, টেকনিক্যাল ড্রয়িং অ্যাপ্লিকেশন (সময় ২ ঘণ্টা)
- ৮ জুলাই – হিন্দি (সময় ৩ ঘণ্টা)
- ১০ জুলাই – বায়োলজি -সায়েন্স (পেপার ৩) – (সময় ২ ঘণ্টা)
- ১২ জুলাই – ইকনমিক্স (গ্রুপ টু ইলেকটিভ) -(সময় ২ ঘণ্টা)
- ১ জুলাই – বায়োলজি (পেপার ১)
- ৩ জুলাই – বিজনেস স্টাডিজ
- ৫ জুলাই – জিওগ্রাফি
- ৭ জুলাই – সাইকোলজি
- ৯ জুলাই – সোসিওলজি
- ১১ জুলাই – হোম সায়েন্স (পেপার ১)
- ১৩ জুলাই– ইলেকটিভ ইংলিশ
- ১৪ জুলাই – আর্ট-ক্রাফট
Latest posts by news_time (see all)
- জটিল অস্ত্রোপচারে সাফল্য ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমায় - June 1, 2023
- সাপের কামড়ে ফের ওঝা গুনিনের দ্বারস্থ, ফলে মৃত্যু - June 1, 2023
- অমিল বেতন, বিক্ষোভে কর্মচারীরা - June 1, 2023