
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা অতিমারির জেরে বিশ্বজুড়ে চলছে অর্থনৈতিক মন্দা। বড় থেকে ছোটো সমস্ত বাণিজ্যিক সংস্থাই ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছে, ফলে বিপুল পরিমাণে কর্মী ছাঁটাইয়ের ঘটনাও হচ্ছে। এরই মধ্যে বিমান সংস্থা ইন্ডিগো তাদের মোট কর্মী সংখ্যার ১০ শতাংশ ছাঁটাই করতে বাধ্য হচ্ছেন বলে জানালেন ইন্ডিগো কর্তা রণজয় দত্ত।
সোমবার দত্ত জানান, বর্তমানে যে ভয়ানক অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে সংস্থা যাচ্ছে সেখানে কিছু পরিমান ক্ষতি ও ত্যাগ স্বীকার করতেই হবে। তা না হলে সংস্থাকে বাঁচিয়ে রাখাই দায় হয়ে উঠছে। সমস্ত রকম পরিস্থিতি এবং বিকল্প ব্যবস্থা সম্পর্কে ভাবনা চিন্তার পরই এই সিদ্ধান্তে উপনিত হওয়া গেছে। সংস্থার ইতিহাসে এই প্রথম এমন বেদনাদায়ক সিদ্ধান্ত নিতে হল বলে জানান রণজয় দত্ত। এ বিষয়ে তিনি অত্যন্ত দুঃখিত।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022