
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। যার প্রভাব পড়েছে ক্রিড়া জগতেও। ইতিমধ্যেই স্থগিত রাখা হয়েছে দেশ বিদেশের এবাধিক ট্যুর্নামেন্ট। তার মধ্যে আইপিএল নিয়েও চলছিল জল্পনা। এবার সেই সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়ে অবশেষে ছলতি বছরের আইপিএল ট্যুর্নামেন্ট স্থগিত রাখার নির্দেশ দেওয়া হল।
ভারতে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ৭৫। এই পরিস্থিতিতে শুক্রবার বৈঠকে বসে IPL গভর্নিং কাউন্সিল। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় ২৯ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে আইপিএল। সুত্রের খবর, করোনার প্রভাব যদি এপ্রিলেও একইরকম থাকে, তাহলে সেক্ষেত্রে দর্শকহীন স্টেডিয়ামে ম্যাচ হতে পারে। উল্লেখ্য, করোনার জেরে চলতি মাসে এইপিএল যাতে আয়োজিত না হয় তাই ভারতীয় বোর্ডকে অ্যাডভাইজরি পাঠিয়েছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। তাই আজ বৈঠকে টি টোয়েন্টি টুর্নামেন্টস্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।Latest posts by news_time (see all)
- কথা রাখছেন সলমন খান - March 24, 2023
- “সব চোরেদের পদবী মোদীই কেন হয়?” বিপাকে রাহুল গান্ধী - March 24, 2023
- চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন - March 24, 2023