করোনা আতঙ্ক-বন্ধ বিধানসভা, একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার আতঙ্কে এবার  সতর্কতা জারি হল পশ্চিমবঙ্গ বিধানসভায়। বিধানসভার অধিবেশন শুরুর আগে বাড়তি সতর্কতা ঘোষণা করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এবার থেকে বিধায়করা ১ জনের বেশি সঙ্গী নিয়ে বিধানসভায় প্রবেশ করতে পারবেন না। বিধায়কদের পাশাপাশি গ্যালারিতেও দর্শক ‌যাতে কম থাকে সেদিকে নজরদারি করা হবে। নিয়ন্ত্রিণ জারি হয়েছে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রেও। সংবাদ মাধ্যমের ক্ষেত্রে দুজনের বেশি সাংবাদিককে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

রাজ্যের  একাধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পঠনপাঠন বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনা সতর্কতা হিসাবে আগামী ৩১ মার্চ পর্যন্ত আইআইটি খড়গপুরে লেখাপড়া বন্ধ বলে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া, পড়ুয়াদের ক্যাম্পাসের বাইরে যেতে নিষেধ করেছেন কর্তৃপক্ষ।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তরফেও ৩১শে মার্চ পর্যন্ত পঠানপাঠন বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব হস্টেল ও বন্ধ করা হয়েছে

বিদেশি পড়ুয়াদের বাদ দিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ বাকি পড়ুয়াদের অবিলম্বে হস্টেল ছাড়ার নির্দেশ দিয়েছেন। ফের নির্দেশিকা না পাওয়া পর্যন্ত তাদের ফিরতে নিষেধ করা হয়েছে।

কলকাতার সাউথ পয়েন্ট স্কুল থেকে জানানো হয় পরীক্ষা ছাড়া উপস্থিতির প্রয়োজন নেই । লা মার্টিনিয়া স্কুলের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জ্বর আক্রান্ত পড়ুয়াদের স্কুলে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও সর্দি-কাশি থাকলেও একই পদক্ষেপ করার জন্য অভিভাবকদের জানানো হয়েছে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube