
নিউজটাইম ওয়েবডেস্ক : বিশ্ব জুড়ে করোনার আতঙ্কে ভুগছে সকলে। এবার সেই একই আতঙ্কে দুবাইতে আটকে পড়লেন বলিউডের জনপ্রিয় সঙ্গিত শিল্পী সোনু নিগম। তবে তিনি একমাত্র একা নন, তাঁর সাথে সেখানে বন্দি দশা কাটাচ্ছেন তাঁর স্ত্রী এবং ছেলে। সেখানে তাঁরা হোম কোয়ারেন্টাইনেই রয়েছেন বলে জানা গিয়েছে।
এ বিষয়ে সোনু নিগম জানিয়েছেন, ৫ মার্চ পর্যন্ত হিমালয়ের বিভিন্ন জায়গায় কাটানোর পর তাঁর মুম্বইয়ে আসার কথা ছিল। কিন্তু করোনার জেরে মুম্বইয়ের সেই কনসার্ট বাতিল হয়ে যায়। ফলে আপাতত তিনি স্ত্রী ও ছেলের সাথে দুবাইতে রয়েছেন। করোনার আতঙ্ক না কাটা পর্যন্ত দুবাইতেই থাকবেন বলেও জানান সোনু। অন্যদিকে অপর এক গায়িকা তথা কনিকা কাপুর লন্ডন থেকে ফেরার পর হঠাৎ করেই ১৮ মার্চ তিনি অসুস্থ হয়ে পড়েন। তা নিয়েশুরু হয় শরগোল। কেন লন্ডন থেকে করোনা সংক্রমণ নিয়ে ফেরার পরেও সেই তথ্য তিনি গোপন করে যান, তা নিয়েই উঠতে শুরু করে হাজারো প্রশ্ন। এমনকি তথ্য গোপনের জেরে সরোজিনি নগর থানায় কনিকা কাপুরের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফাইআর।Latest posts by news_time (see all)
- পথের সাথী “মিশন উজালা” - March 26, 2023
- মুম্বাইয়ের স্কুলে শিক্ষিকা কারিনা - March 26, 2023
- প্রধানমন্ত্রীর “মন কি বাত” - March 26, 2023