
নিউজটাইম ওয়েবডেস্ক :
এবার পাহাড়ে করোনা ভাইরাসের আশঙ্কা। দার্জিলিং নিবাসী এক তরুণী আক্রান্ত হতে পারে এই আশঙ্কা করা হচ্ছে।তিনি দার্জিলিং এর বাসিন্দা হলেও পেশায় বিমান সেবিকা হওয়ায় তাকে এই দেশ ওই দেশ ভ্রমণ করতে হয়।সেই হিসাবেই চিন থেকে কেরলের করোনা আক্রান্তদের নিয়ে বিমানে ফিরছিলেন তিনি।
এরপর থেকেই দার্জিলিং এলাকায় তাকে নিয়ে আলোচনার ধূম পরে যায়। সন্দেহ জাগে ওই তরুণীর শরীরে করোনা ভাইরাস বাসা বেঁধেছে।এরপর তাকে পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।গতকাল রাজ্য স্বাস্থ্য অধিকর্তা তার সাথে কথা বলেন। আশঙ্কা সত্যি কিনা তা জানা যায়নি,মঙ্গলবার তাকে সোয়াফ পরীক্ষা করতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাস পাতালের আইসোলেটেড ওয়ার্ডে আনা হচ্ছে। অন্য দিকে কলকাতায় বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হওয়া সাতজনের মধ্যে চারজনকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।তাদের শরীরে করোনা ভাইরাস মেলেনি। বাকি তিনজন এখনও পর্যবেক্ষণে রয়েছেন।
Latest posts by news_time (see all)
- বিশ্বজয় করে বাড়ি ফিরলেন হৃষিতা - February 2, 2023
- সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, চাঞ্চল্য - February 2, 2023
- রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরির উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 2, 2023