
নিউজটাইম ওয়েবডেস্ক : ১২৪ বছরের আধুনিক ইতিহাসে প্রথমবার এমনটা হল। পিছিয়ে গেল দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। বিশ্ব মহামারি করোনা ভাইরাসের জেরে এক বছরের জন্য পিছিয়ে গেল টোকিও অলিম্পিক্স। চলতি বছরের ২৪ জুলাই টোকিও অলিম্পিক্স শুরু হওয়ার কথা ছিল। মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও জাপান সরকার।
মঙ্গলবার একটি বিবৃতি জারি করে আইওসি-র পক্ষ থেকে জানানো হয়, বর্তমান পরিস্থিতি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী আইওসি প্রেসিডেন্ট ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সিদ্ধান্ত নিয়েছেন, অ্যাথলিট ও অলিম্পিক্সের সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তিদের স্বাস্থ্য ও নিরাপত্তা সুনিশ্চিত করতে পিছিয়ে দেওয়া হচ্ছে টোকিও অলিম্পিক্স। তবে আগামী বছরের গ্রীষ্মকালের আগে তা সম্ভব নয় বলেও বিবৃতিতে জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। গত রবিবারই টোকিও অলিম্পিক্স পিছিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন আইওসি-র মুখপাত্র। এবিষয়ে আগামী ৪ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023