করোনা আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি যুবকের মৃত্যু

নিউজটাইম ওয়েবডেস্ক : মৃত্যু হল করোনা আতঙ্কে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ‌যুবকের। সৌদি আরব থেকে ফেরার পর থেকেই তাঁর শারীরিক অস্বাভাবিকতার কারনে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। রবিবারে আচমকাই মৃত্যু হয় ওই ‌যুবকের। তবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু কি না সে বিষয়ে নিশ্চিত ভাবে কিছু বলা ‌যায়নি।

সৌদি থেকে ফেরার পরেই জ্বর ও সর্দি-কাশি ছিল তাঁর। অ্যাম্বুলেন্সের করে তাকে তড়িঘড়ি মুর্শিদাবাদ হাসপাতালে নিয়ে ‌যাওয়া হয় তাঁকে। সেখানে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি। ইতিমধ্যেই তাঁর রক্তের নমুনা বেলেঘাটা আইডিতে পাঠানো হয়েছে। তবে এখনও রিপোর্ট আসেনি। তবে মৃতুর কারন প্রসঙ্গে এখনও কিছু জানা ‌যায়নি মুর্শিদাবাদ হাসপাতালের তরফে। মৃত ওই ‌যুবকের বয়স ৩৩ বছর। করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি অবস্থায় ‌যুবকের এই মৃত্যুতে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।  

অন্যদিকে বেলেঘাটা আই‌ডিতে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদের বাসিন্দা মিনারুল শেখ নামের এক ‌যুবককে। রবিবার সৌদি আরব থেকে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। সেখানে স্ক্রিনিং-এর পর ধরা পড়ে জ্বর রয়েছে ওই ‌যুবকের। সাথে রয়েছে সর্দি-কাশি। তড়িঘড়ি তাঁকে বেলেঘাটা এইডিতে ভর্তি করা হয়। আপাতত তাঁর পরীক্ষা–নিরিক্ষা চলছে। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube