করোনা আক্রান্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হলেন শিবরাজ সিং চৌহান। শনিবার নিজেই টুইট করে সে কথা জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।

টুইটারে তিনি বলেন, ‘আমার প্রিয় রাজ্যবাসী, আমার করোনার উপসর্গ দেখা গিয়েছিল। পরীক্ষার পর নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে। আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদেরও করোনা পরীক্ষা করার আর্জি জানাচ্ছি। আমার নিকটাত্মীয়রা কোয়ারেন্টাইনে চলে গিয়েছেন।’

শিবরাজ জানান, তিনি করোনার সব সুরক্ষাবিধি পালন করছেন। চিকিৎসকদের পরামর্শ মেনে কোয়ারেন্টাইনেও আছেন। তিনি বলেন, ‘রাজ্যবাসীকে আর্জি, সাবধনতা বজায় রাখুন। অসাবধানতার ফলেই করোনা হয়। আমি করোনা থেকে বাঁচার জন্য যতটা সম্ভব চেষ্টা করেছিলাম। কিন্তু অনেক বিষয় বিষয়ে অনেক মানুষ আমার সঙ্গে দেখা করতেন। সময়মতো করোনার চিকিৎসা হলে আক্রান্ত পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন।’

করোনার কবলে পড়লেও যতটা সম্ভব প্রশাসনিক কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শিবরাজ। ভিডিয়ো কনফারেন্সে দৈনন্দিন করোনা পরিস্থিতিও খতিয়ে দেখার সম্পূর্ণ চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন। তাঁর অনুপস্থিতিতে অন্যান্য মন্ত্রীরা সেই বৈঠক করবেন। শিবরাজের আশ্বাস, ‘আমার চিকিৎসার সময় রাজ্যের করোনা নিয়ন্ত্রণের সবরকম চেষ্টা করব।’

উল্লেখ্য, শনিবার সকাল আটটা পর্যন্ত মধ্যপ্রদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৬,২১০। মৃত্যু হয়েছে ৭৯১ জনের। সেরে উঠেছেন ১৭,৮৬৬ জন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube