
নিউজটাইম ওয়েবডেস্ক : অমিতাভ এবং অভিষেক বচ্চনের পর এবার করোনা রিপোর্ট পজিটিভ এল ঐশ্বর্যা রাই বচ্চন এবং কন্যা আরাধ্যারও। রবিবার দুপুরেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে এই খবর। শনিবার প্রাথমিক টেস্টের রিপোর্ট নেগেটিভ এলে ও দ্বিতীয় পরীক্ষায় ধরা পড়েছে কোভিড পজিটিভ।
শনিবার রাত সাড়ে ১০টা। ১৩০ কোটি জনগণের আতঙ্ক বাড়িয়ে বিগ বি টুইট করলেন, “আমি করোনা আক্রান্ত। হাসপাতালে ভরতি হলাম।” তৎক্ষণাৎ নেটদুনিয়ায় একপ্রকার ঝড় ওঠে. গোটা দেশ একসুরে অমিতাভ বচ্চনের আরোগ্য কামনায় ব্যস্ত। বিনোদন ইন্ডাস্ট্রি থেকে রাজনৈতিক ময়দানের ব্যক্তিত্বরা, প্রত্যেকেই উদ্বিগ্ন। কোটি কোটি ভক্তের বার্তা উপচে পড়ছে বিগ বি’র সোশ্যাল ওয়ালে! এদিকে তার কিছুক্ষণের মধ্যেই আরেকটা ধাক্কা দিলেন ছেলে অভিষেক বচ্চন। বললেন, “বাবা আর আমি দু’জনেই করোনা আক্রান্ত। নানাবতী হাসপাতালে রয়েছি।” অযথা প্যানিক না করার পরামর্শ দেন তিনি। এই খবর নিশ্চিত করেছেন মহারাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রী রাজেশ তোপে। তবে জয়া বচ্চনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। গতকালের প্রথম রিপোর্টে করোনা নেগেটিভ আসায়, স্বস্তি পেয়েছিলেন শুভাকাঙ্ক্ষীরা। তবে এতে চিন্তা আরও বেড়ে গেল।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022