
নিউজটাইম ওয়েবডেস্ক : এক দিনে ৩ হাজার ৭৮৮ জন করোনা আক্রান্ত হলেন দিল্লিতে। সর্বমোট সংখ্যা ৭০ হাজার ৩৯০ নিয়ে কোভিড ভাইরাস আক্রান্তের নিরিখে মুম্বাইকে ছাপিয়ে গেল দিল্লি। মুম্বাইতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ৬৯ হাজার ৫২৮।
এদিকে, আক্রান্তের নিরিখে সর্বোচ্চ সীমায় পৌঁছায়নি বহু দেশই। আগামী এক সপ্তাহের মধ্যে তাই বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ছাড়াবে ১ কোটি, এমনটাই জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম। অন্যদিকে, নভেল করোনাভাইরাসের দাপট দেখেই চলেছে ভারত। মূলত দিল্লি এবং মহারাষ্ট্র। প্রতিদিন এই সব রাজ্য আক্রান্ত বেড়েই চলেছে। একদিনের নিরিখে গত ২৪ ঘন্টায় ফের গড়ল করোনা সংক্রমণের রেকর্ড। নতুন করে দেশে কোভিড সংক্রমিত ১৫,৯৬৮ জনের দেহে। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৬৫ জনের।ভারতে মোট পজিটিভের সংখ্যা ৪,৫৬,১৮৩ জন। স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, মোট মৃত্যুর সংখ্যা ১৪,৪৭৬। বর্তমানে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ১,৮৩,০২২ জন। সুস্থতার সংখ্যা ২,৫৮,৬৮৫ জন। বাংলায় অবশ্য আক্রান্তের নিরিখে বাড়ছে সুস্থতার সংখ্যাও। গত ২৪ ঘন্টায় রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৮৪ জন, আক্রান্ত হয়েছেন ৪৪৫ জন। এ নিয়ে বুধবার পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৭৩। বাংলায় করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ হাজার ৮৮০। গত ২৪ ঘন্টায় বাংলায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ৫৯১।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022