
নিউজটাইম ওয়েবডেস্ক : দিন যতই যাচ্ছে চিনে করোনা সংক্রমণ ততই বেড়ে চলেছে। এখনও পর্যন্ত চিনে মারণ ভাইরাস করোনায় মৃতের সংখ্যা ৩৬৫২। এবং আক্রান্তের সংখ্যা প্রায় ৪২,৯২৪। কিন্তু এই ভাইরাসে কোন মানুষ আক্রান্ত হয়েছেন কি না, তা পরীক্ষা করতে অনেকটা সময় লেগে যায়। ফলে আক্রান্তদের চিকিৎসা শুরু করতেও দেরি হচ্ছে। এবার সেই সমস্যা এড়াতে এক বিশেষ পদ্ধতি অবলম্বন করলেন চিনের এক পুলিশ আধিকারিক। তিনি দাবি করেন, কোন ব্যক্তি করোনায় আক্রান্ত কি না তা কোন পরীক্ষা ছাড়াই জানা যাবে এই হেলমেটের মাধ্যমে। এই বিষয়টি প্রকাশ্যে আসতেই হেলমেটের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
কিন্তু কীভাবে এই হেলমেটের মাধ্যমে করোনা আক্রান্তকে চিহ্নিত করা যাবে? এবিষয়ে ওই পুলিশ আধিকারিক জানান, ওই স্মার্ট হেলমেটে থাকছে কোড রিড ক্যামেরা। ভিড়ের মাঝে ওই হেলমেট মাথায় দিয়ে গেলে বোঝা যাবে কারও জ্বর এসেছে কি না। হেলমেট পরে থাকা এবস্থায় আশেপাশের কোন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন কিনা তা বুঝতে পারবে ওই স্মার্ট হেলমেট। কোন মানুষের জ্বর ও সর্দি-কাশি হলে বা অন্য কোন অস্বাভাবিকত্ব থাকলেই এই স্মার্ট হেলমেটে বাজবে অ্যালার্ম। এই হেলমেট যিনি ব্যবহার করবেন তাঁর থেকে ৫ মিটার দূরত্ব পর্যন্ত এই হেলমেট কাজ করবে। করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে এই হেলমেট যে বেশ কার্যকরী হবে সে বিষয়ে আশা প্রকাশ করছেন সকলে। নেটদুনিয়ায় এই স্মার্ট হেলমেটের ছবি ও গুনাবলী ছড়িয়ে পড়ায় বহু মানুষ এটির প্রশংসা করেছেন। কারও মতে, “এভাবে যদি করোনা ভাইরাস চিহ্নিত করার জন্য যদি এই পন্থা অবলম্বন করা যায় তবে তা অত্যন্ত ভাল বিষয়।” তবে অনেকেই আবার হেলমেট কেনার ব্যপারে বিভিন্ন দেশের আর্থিক আবস্থার বিষয়টি তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেছেন।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023