করোনা‌য় আক্রান্ত বলি গায়ক কণিকা

নিউজটাইম ওয়েবডেস্ক : এবার করোনার প্রকোপ পড়ল বলিউডে। আক্রান্ত হলেন বলিউডের জনপ্রিয় গায়িকা কনিকা কাপুর। উত্তর প্রদেশের চারজন করোনা আক্রান্তের মধ্যে তিনি একজন। সম্প্রতি তাঁর স্বাস্থ্য পরীক্ষার পর এমনটাই রিপোর্ট দিয়েছেন চিকিৎসকরা। কিছু্দিন আগেই লন্ডন থেকে দেশে ফিরেছিলেন তিনি। কিন্তু এই খবরটা সম্পূর্ণ গোপন করে গিয়েছিলেন তিনি। কোনওরকম পরীক্ষাও করাননি। উপরন্তু জানা গিয়েছে দেশে ফেরার পর তিন তিনটি পার্টিতেও উপস্থিত ছিলেন কনিকা। বর্তমানে লখনউয়ের কিং জর্জস মেডিকাল ইউনিভার্সিটিতে ভর্তি রয়েছেন তিনি।

সূত্রের খবর অনুযায়ী, বেশ কিছুদিন লন্ডনে ছিলেন কনিকা। গত সপ্তাহে দেশে ফিরে আসেন তিনি। বিমানবন্দর কর্তৃপক্ষকে নিজের ভ্রমণ বৃত্তান্ত গোপন করেন গায়িকা। জানা যায়, স্বাস্থ্য পরীক্ষাও করান নি তিনি। তারপর লখনউতে একটি পাঁচতারা হোটেলে বন্ধু বান্ধবদের জন্য একটি রাজকীয় পার্টিরও আয়োজন করেন কনিকা। তিনটি পার্টিতে উপস্থিত ছিলেন তিনি। সেখানে বিভিন্ন রাজনৈতিক নেতা, আমলা ও অন্যান্য হেভিওয়েট ব্যক্তিদের সংস্পর্শে আসেন তিনি। পার্টিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা রাজে, তাঁর পুত্র দুষ্মন্ত সিং ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube