
নিউজটাইম ওয়েবডেস্ক :
সৎকার নিয়ে সংশয় ছিল সকলেরই । আজ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের অন্ত্যেষ্টিস্থল নির্দিষ্ট করল কলকাতা পুরসভা। সংক্রমণের ভয় ও স্থানীয়দের বিরোধ ঘটেছে এর আগে, তাই তা এড়াতে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। গত সোমবার কলকাতায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ১ ব্যক্তির। তাঁর দেহ সৎকার নিয়ে গভীর রাত পর্যন্ত দড়ি ব্যাপক অশান্তি চলে নিমতলা শ্মশানে। তার পরই করোনা আক্রান্ত হয়ে মৃতদেহের সৎকারের সমাধান সন্ধান শুরু করে পুরসভা ও পুলিশ। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, কলকাতা বা লাগোয়া এলাকায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে কারও মৃত্যু হলে দেহ সৎকার করা হবে ধাপার মাঠে। অথবা দেহ কবর দেওয়া হবে বাগমারি কবরস্থানে। ধাপার মাঠে কাঠের চিতায় দেহ সৎকারের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। তবে ফিরহাদ হাকিম আর কারোর যাতে মৃত্যু না হয় সেই প্রার্থনা করেন। গত সোমবার বিকেল ৩.৩০ মিনিট নাগাদ বিধাননগরের বেসরকারি হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু হয় ১ ব্যক্তির। দমদমের বাসিন্দা ওই প্রৌঢ়ের দেহ নিয়ে সোমবার নিমতলা ঘাটে পৌঁছালে শ্মশানে দাহ করতে দেওয়া হবে না বলে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। বহু কথা কাটাকাটির পর গভীর রাতে নিমতলাতেই দাহ হয় দেহ। এই ঘটনার পুনরাবৃত্তি আটকাতই এই সিদ্ধান্ত।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022