
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণে মৃতদের পরিবারের জন্য স্বাস্থ্যবিধি শিথিল করল রাজ্য। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, শেষবার বিদায় জানানোর ক্ষেত্রে এসওপি’তে বদল আনা হয়েছে। স্বাস্থ্য দফতর হাসপাতালগুলোতে নির্দেশ পাঠিয়েছে; করোনায় রোগী মৃত্যুর একঘণ্টার মধ্যে পরিবারকে খবর দিতে হবে। মৃতদেহের মুখে ট্রান্সপারেন্ট ফেসকভার দিয়ে ঢাকতে হবে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, হাসপাতাল চত্বরে নিরাপদ স্থানে সেই দেহ রাখতে হবে। সেখানেই আধঘণ্টা সময় পাবেন পরিবারের সদস্যরা শেষবার মৃত মানুষকে শ্রদ্ধা জানাতে।
শনিবার পর্যন্ত রাজ্যে মোট সংক্রমিত ৭৭৩৮ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৪৩৫ জন। সক্রিয় সংক্রমণ ৪২৩৬। সংক্রমণে মৃত ৩১১ জন স্পেনকে টপকে বিশ্বের পঞ্চম সংক্রমিত দেশ হিসেবে উঠে এসেছে ভারত। শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশে মোট আক্রান্ত ২ লক্ষ ৪১ হাজার ৯৭০ জন। স্পেনে আক্রান্ত ২ লক্ষ ৪০ হাজার ৯৭৮ জন। ইতিমধ্যে স্পেন, ইতালি, জার্মানি-সহ একদা করোনার ভরকেন্দ্র থাকা দেশগুলোতে লকডাউন তোলা হয়েছে। এদিকে, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯,৮৮৭ জন, একদিনে ২৯৪ জনের প্রাণ কাড়ল কোভিড- ১৯। দেশে ফের ৬ হাজারের বেশি মানুষের দেহে সংক্রমণের চিহ্ন মেলে। ফলে একধাক্কায় সংক্রমিত দেশের তালিকায় ৬ নম্বর থেকে ৫ নম্বরে উঠে আসে। মাত্র এক সপ্তাহ আগেই ভারত, চিনকে টপকে ৯ নম্বরে ছিল, আর এই কদিনেই দেশ পৌঁছে গেল ৫ নম্বরে। জানা গিয়েছে, দেশে মোট এক লক্ষ সক্রিয় সংক্রমণ। গত একসপ্তাহ ধরেই গড়ে ৮ থেকে ৯ হাজার সংক্রমণের খবর মিলছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022