করোনায় পর্যটকের অভাবে রুজির সমস্যায় গাইডরা

নিউজটাইম ওয়েবডেস্ক : বেড়াতে এসে শান্তি নেই। রাজস্থানের বিভিন্ন কেল্লায় বিদেশী প‌র্যটকদের ভিড় আছে । কিন্তু ছোটে থেকে বড় সকলের মুখে রয়েছে মাস্ক। কারণ সেই করোনা ভাইরাস । ইউরোপের মত ভারতে ও বাড়ছে করোনা আতঙ্ক। প‌র্যটকদের ওপর নিষেধাজ্ঞা ও জারি করা হয়েছে।  ফলে রাজস্থানে গাইড থেকে মাহুতের অবস্থা খুব খারাপ। কি করবে তাঁরা বুঝে উঠতে পারছে না ।

 

জ‌য়পুর.‌যোধপুর ,আগ্রা সর্বত্র সেই একই ছবি। মুখোশ আর মুখোশ। করোনা এতটা কেরামতি দেখাবে তাই কে জানত। সবচেয়ে সমস্যা বিদেশী প‌র্যটকদের । তাঁদের নিয়ে মাথাব্যাথা সকলের। তাই পিঙ্ক সিটিতে হাতির পিঠে সব প‌র্যটকের মুখে মাস্ক। দিনের পর দিন আসা কমে ‌যাচ্ছে এখানে। ফলে মাথায় হাত পড়ছে গাইডদের।

 

গত ক‌য়েকদিনের ‌যে ছবি  দেখা ‌যাবে ভারতের মানচিত্রে তাতে পরিষ্কার চল্লিশ শতাংশ প‌র্যটক আসা কমে গেছে গোটা দেশে। সকলেই নানারকম প‌র্যটনের সাথে ‌যুক্ত। তাঁরা চাইছেন এই সমস্যার সমাধান হোক দ্রুত।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube