
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার থাবা এই প্রথম পড়ল টালিগঞ্জে। প্রয়াত হলেন টলি পাড়ার অন্যতম প্রতিভাবান টেকনিশিয়ান ও অভিনেতা অরুণ গুহঠাকুরতা। মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার একটি সরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। করোনা আক্রান্ত ছিলেন এই বর্ষীয়ান অভিনেতা।
২০০০ সালে বুদ্ধদেব দাসগুপ্তর মন্দ মেয়ের উপাখ্যানে সহকারি পরিচালক ছিলেন অরুণ গুহঠাকুরতা। এরপর ২০০৩ সালে ঐ পরিচালকের আর একটি সিনেমা কালপুরুষে অভিনেত্রী সুদিপ্তা চক্রবর্তীর পাশে অভিনয় করতে দেখা যায় তাঁকে। তাঁর দীর্ঘ কর্ম জীবনে অসংখ্য বিখ্যাত চিত্র পরিচালকের সাথে কাজ করলেও তিনি নিজে কখনও আসেননি লাইমলাইটে। এরপর ক্যামেরার এপাশে তিনি বেশ পরিচিত মুখ হয়ে ওঠেন। পরপর কৌশিক গাঙ্গুলির ছবি কেয়ার অব স্যার, ল্যাপটপ, ছোটোদের ছবি, সিনেমাওয়ালা, বিসর্জন ও আরও অনেক। এরমধ্যে সিনেমাওয়ালা ছবিতে তার ‘হরি’ নামের চরিত্রের জন্য বেশ প্রশংসা পান। তাঁর মৃত্যুর খবর প্রকাশের পরই অভিনেত্রি সুদিপ্তা চক্রবর্তি তাঁকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করেন তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। “অরুণদার মত মানুষ দুটো দেখা যায়না” জানালেন সুদিপ্তা। সুমন ঘোষের বসু পরিবার ছবিতে নিপুন ভাবে এক রাঁধুনির চরিত্রে অভিনয় করেন তিনি। একই সাথে ক্যামেরার দুই পাশের কাজে দক্ষ ছিলেন অরুণ গুহঠাকুরতা। তাঁর মৃত্যুতে শেকোর ছায়া টালিগঞ্জে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022