
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যু হল পাঁচ মাস বয়সী একটি শিশুর। শুক্রবার সন্ধ্যায় হরিদেবপুরে বাড়িতেই মৃত্যু হয় শিশুটির। জানা গিয়েছে, হৃদযন্ত্রের জন্মগত সমস্যায় ভুগছিল শিশুটি।
হৃদযন্ত্রে জন্মগত ত্রুটি মেরামতি করতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল শিশুটির। তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু এরই মধ্যে জ্বর আসে তার। করোনা পরীক্ষা করালে জানা যায় পজিটিভ সে। শুক্রবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে বেসরকারি হাসপাতালটিতে ফোন করেন পরিজনরা। করোনা হাসপাতালে শিশুটিকে ভর্তি করার পরমার্শ দেন সেখানকার চিকিৎসকরা। এর পর করোনা হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গে করোনায় শিশুমৃত্যুর ঘটনা বিরল। এর আগে একাধিক শিশু করোনামুক্ত হয়ে হাসতে হাসতে বাড়ি ফিরেছে। গত বৃহস্পতিবারই রায়গঞ্জের করোনা হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরেছে দেড় মাসের একটি শিশু।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022