
নিউজটাইম ওয়েবডেস্ক : লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি বুধবার এক বিবৃতিতে জানায়, দলের তিন জন খেলোয়াড় করোনাভাইরাস পজিটিভ।
নেইমারের ঘনিষ্ট সুত্রের বরাত দিয়ে তার কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর দিয়েছে ইএসপিএন। ফ্রান্সের দৈনিক লেকিপে ও স্প্যানিশ পত্রিকা এএসও একই খবর দিয়েছে। সংবাদমাধ্যমের গত সোমবারের খবর অনুযায়ী, আনহেল দি মারিয়া ও লেয়ান্দ্রো পারেদেসের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ। এই দুই আর্জেন্টাইন মিডফিল্ডারের সঙ্গে স্পেনের ইবিজা দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন নেইমার, আন্দের এররেরা, মাউরো ইকার্দি এবং কেইলর নাভাস। পিএসজির বিবৃতিতে আক্রান্তদের নাম বলা হয়নি। তবে তাদের আইসোলেশনে থাকার কথা জানানো হয়েছে। লঁসের বিপক্ষে আগামী ১০ সেপ্টেম্বরের ম্যাচ দিয়ে লিগের মুকুট ধরে রাখার মিশন শুরু করবে পিএসজি। তবে, আরও কয়েকজন খেলোয়াড়ের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এলে স্থগিত হতে পারে ম্যাচটি। কোনো দলে চার জনের বেশি খেলোয়াড়ের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এলে তাদের ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত আগে থেকেই নিয়ে রেখেছে লিগ ওয়ান কর্তৃপক্ষ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022