করোনায় আক্রান্তে ফের নয়া রেকর্ড ভারতে

নিউজটাইম ওয়েবডেস্ক : কয়েকদিনের সাময়িক বিরতির পর বৃহস্পতিবার আবারও দৈনিক করোনাভাইরাস আক্রান্তের নয়া রেকর্ড তৈরি হল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হলেন ১২,৮৮১ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬৬,৯৪৬ জন। তাঁদের মধ্যে এখনও ১৬০,৩৮৪ জনের শরীরে ভাইরাস আছে। সেরে উঠেছেন ১৯৪, ৩২৪। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭,৩৯০।  

অন্যদিকে, বুধবার (মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত) দেশে একলাফে যেভাবে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছিল, তা একধাক্কায় কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৩৪ জনের। গত কয়েক সপ্তাহে দৈনন্দিন মৃতের সংখ্যা ৩০০-র ঘরেই ঘোরাফেরা করছে। বুধবার তা প্রায় ছ’গুণ বাড়ায় উদ্বেগ তৈরি হয়েছিল। যদিও আধিকারিকরা জানিয়েছিলেন, মুম্বই ও দিল্লিতে অনেক মৃত্যু পর্যালোচনার বাকি ছিল। অনেক গলদও ছিল। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ায় একলাফে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছিল। সবমিলিয়ে দেশে করোনায় মৃত্যু হয়েছে ১২,২৭ জনের।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube