
নিউজটাইম ওয়েবডেস্ক : চিনের ইউহান থেকে এক এক করে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে মারণ ভাইরাস করোনা। ভারতও সেই তালিকা থেকে বাদ পড়েনি। দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই প্রয়োজনীয় পণ্য ও পরিষেবা ছাড়া বন্ধ করে দেওয়া হয় প্রায় সমস্ত কিছুই। কিন্তু একদিনের জন্যও রেহাই মেলেনি নার্স, চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদের। দিন-রাত এক করে নিজেদের কথা না ভেবেই তাঁরা কাজ চালিয়ে গেছে। নিঃস্বার্থভাবে তাঁদের কাজকে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। কিন্তু তা সত্ত্বেও বারে বারে তাঁদের উদ্বেগ প্রকাশ পেয়েছে। ঠিক সময় বেতন না দেওয়া ও ছুটি না পাওয়ায় একাধিকবার তাঁদের সরব হতে দেখা গিয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই এবার সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, “করোনার সঙ্গে যুদ্ধে দেশ কোনও অসন্তুষ্ট যোদ্ধা চায় না।”
এদিন শার্ষ আদালতের তরফে চিকিৎসকদের সুযোগ, সুবিধা, অসুবিধার দিকে আরও বেশি করে নজর দেওয়ার কথা বলা হয়েছে। তাঁদের প্রয়োজনের দিকটিও কেন্দ্রকে মাথায় রাখতে বলা হয়েছে। নিজেদের অসুবিধার কথা জানিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আরুষি জৈন নামে একজন। তাঁর অভিযোগ, ৭ থেকে ১৪ দিন টানা কাজ করার পরেও তাঁদের ঠিক সময় বেতন দেওয়া হচ্ছেনা। এমনকি তাঁদের রুম শেয়ার করে থাকতে হচ্ছে। হোটেল বা গেস্ট হাউজে কোন আলাদা রুম দেওয়া হচ্ছেনা। হায়দরবাদ ও দিল্লিতে বহু চিকিৎসক বেতন পাচ্ছেননা বলে সংবাদমাধ্যমের জানা গিয়েছে। আরুষি জৈনের করা আবেদনের শুনানিতে শুক্রবার সুপ্রিম কোর্ট কড়া ভাষায় জানিয়ে দেয়, “চিকিৎসকদের বেতন নিয়ে এধরনের ঘটনা অনভিপ্রেত। কোনওরকম লোক দেখানো কৃত্রিম পদক্ষেপ নয়, দ্রুত এর সমাধান করা হোক। এই বিষয়ে আগেই নজর দেওয়া উচিত ছিল। এর জন্য আদালতের প্রয়োজন নেই। সরকারের এটা দেখা উচিত। সরকার নিশ্চিত করুক তাদের প্রতিটি বিষয়। করোনার সঙ্গে যুদ্ধে দেশ কোনও অসন্তুষ্ট যোদ্ধা চায় না। অতিরিক্ত যে টাকা লাগবে, তার ব্যবস্থা করুন।”- ব্যারাকপুরকাণ্ডে বিস্ফোরক সাংসদ সৌগত রায় - May 27, 2023
- দাড়িভিট কাণ্ডে তদন্তভার পেল এনআইএ - May 27, 2023
- খোদ শাসকদলের বিরুদ্ধেই উঠল নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ নির্যাতিতার উপর - May 27, 2023