
নিউজটাইম ওয়েবডেস্ক : এবার মানুষ থেকে পশুর দেহে করোনা সংক্রমণ। এই প্রথম কোনো পশুর দেহে মিলল করোনা ভাইরাস। পশু চিকিৎসরা জানিয়েছেন, আলাদা করে রাখা হংকং-এর কুকুরের দেহে করোনা ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে। সেটাই সম্ভবত মানুষ থেকে পশুতে সংক্রমণের প্রথম ঘটনা। যদিও ঘটনাটি নিয়ে বিষদে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা।
হংকং-এ কুকুরের দেহের পরীক্ষায় ‘উইক পজিটিভ’ রিপোর্ট এসেছে। যার থেকে বলা যায় ওই কুকুরের সংক্রমণের মাত্রা কম। হংকং-এর পশুচিকিৎসা দফতরের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। দফতরের তরফ থেকে আরও জানানো হয়েছে, কুকুরটিকে আপাতত পর্যবেক্ষণে রাখা হচ্ছে। পরে আবারও পরীক্ষা করা হবে। ফলাফল নেগেটিভ হলেই কুকুরকে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া এর আগে এখনও অন্য কোনও পশুর দেহে গৃহপালিতের দেহে সংক্রমণের খবর পাওয়া যায়নি। হংকং-এ এখনও পর্যন্ত ১০৩ জন আক্রান্ত হয়েছেন। দুজনের মৃত্যু হয়েছে। এপ্রিল পর্যন্ত স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। সারা বিশ্বে দ্রুতগতিতে ছড়াচ্ছে করোনা ভাইরাস। ইতালি ও ইরান এর মধ্যে উল্লেখযোগ্য। এখনও পর্যন্ত বিশ্বের ৮০ টি দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে। ভারতবর্ষ তাদের মধ্যে অন্যতম।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022