করোনার মোকাবিলায় স্বাস্থ্য খাতে ১৫ হাজার কোটির বরাদ্দ, ঘোষনা প্রধানমন্ত্রীর

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার আতঙ্কে কাঁপছে গোটা দেশ। এই উদ্বেগজনক পরিস্থিতিতে মঙ্গলবার রাত ৮ টায় জাতির উদ্দেশ্য়ে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগেই দেশের অধিকাংশ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে লকডাউন  ঘোষণা করা হয়েছিল। এবার আরও একধাপ এগিয়ে দেশকে বাঁচাতে টানা ২১ দিনের জন্য লকডাউনের সিদ্ধান্ত জানালেন প্রধানমন্ত্রী।

এই লকডাউনের ফলে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারে দেশ। এদিন ভাষণ দিতে গেয়ে এমন আশঙ্কাও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। একইসাথে স্বাস্থ্য খাতে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করার কথা ঘোষনা করেন তিনি। করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য এদিন ৫ হাজার কোটি টাকা খরচের অনুমোদন দেওয়ার কথা জানায় কেন্দ্রীয় সরকার। এই টাকা দিয়ে দ্রুত অনেক সংখ্যক কিট, আইসোলেশন ওয়ার্ড ও ভেন্টিলেটরের ব্যবস্থা করা হবে। একইসাথে  মেডিক্যাল ও প্যারামেডিক্যাল ট্রেনিংয়ের ক্ষেত্রেও কাজে লাগানো হবে ওই অর্থ। 

এদিন প্রধানমন্ত্রী বলেন, ,”ভারতকে বাঁচাতে ২১ দিন, তিন সপ্তাহ জন্য এই লকডাউনের সিদ্ধান্ত। এক দিনগুলিতে ঘরের মধ্যেই থাকুন। কেউ বাইরে বেরোবেননা। যে যেখানে আছেন, সেখানেই থাকুন।”

 

 

 

 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube