করোনার মধ্যেই অফিসে হাজিরা, সংক্রমণ রুখতে কর্মচারীদের জন্য নয়া নির্দেশিকা কেন্দ্রের

নিউজটাইম ওয়েবডেস্ক : মারণ ভাইরাস করোনার জেরে অতিষ্ট দেশবাসী। প্রতিদিন এই ভাইরাসের জেরে রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন। মৃতের সংখ্যাও দিন দিন বেড়েই চলেছে। এই করোনার সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ থেকে দেশজুড়ে শুরু হয়েছে লকডাউন। বর্তমানে ৫.০ দফায় চলছে লকডাউন। গত আড়াই মাস এভাবে লকডাউনের জেরে ইতিমধ্যেই সংকটের মুখে পড়েছে দেশের অর্থনীতি। এই পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে সরকারি সহ বেসরকারি বিভিন্নে ক্ষেত্রেই লকডাউনের মিয়ম শিথিল করা হয়েছে। খুলে দেওয়া হয়েছে প্রায় সমস্ত অফিস -কাছারি। 

কিন্তু লকডাউন শিথিল করলেই চিন্তা শেষ নয়। বরং ছাড়পত্র মেলার পর থেকেই যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। আগামী দিনে এই সংক্রমণ আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই এই পরিস্থিতিতে সংক্রমণের হার কমাতে দেশের সরকারি অফিসদুলির জন্য বেশ কিছু নির্দেশিকা জারি হয়েছে কেন্দ্রের তরফে। এবার থেকে অফিসে আসার ক্ষেত্রে বাধ্যতামূলক ভাবে এই নির্দেশিকাগুলি কর্মীদের মেনে চলতে হবে সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্র। 

কোন্দ্রের তরফে জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছেঃ

  • কোন অফিসে ২০ জনের বেশি কর্মী আসতে পারবেননা।
  • সাপ্তাহিক দিনপঞ্জি বানিয়ে বাকিদের ঘরে বসেই কাজ করে অনুমতি মিলবে।
  • যে সমস্ত কর্মীরা কনটেনমেন্ট জোনের বাসিন্দা, তাঁদের অফিসে আসার প্রয়োজন নেই।
  • করোনার কোন উপসর্গ থাকলে সেই কর্মীকে অফিসে ঢোকার অনুমতি দেওয়া হবেনা।
  • যদি সামান্যতমও কোন উপসর্গ থাকে সেক্ষেত্র কর্মীদের অফিসে আসার প্রয়োজন নেই। 
  • যেসমস্ত অফিসে সেক্রেটারিয়েট ও ডেপুটি সেক্রেটারিয়েটের জন্য একটিই কেবন রয়েছে, সেই অফিসে দুজনের একইদিনে উপস্থিত থাকা যাবেনা।
  • অফিসের মধ্যে মুখোমুখি বসে কোন বৈঠক করা যাবেনা। ভারচুয়াল কনফারেন্স করতে হবে।
  • অফিসে থাকাকালীন সকলকে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক। তা মান্য না করতে আইনি ব্যবস্থা পর্যন্ত নেওয়া হতে পারে।
  • অফিসে কর্মরত সকলকে প্রতি আধ ঘন্টা অন্তর হাত ধুতে হবে।
  • প্রতি এক ঘণ্টা অন্তর অফিসের দরজা, বৈদ্যুতিন সুইচ, বাথরুমের কল ও সিড়ির হাতল স্যানেটাইজ করতে হবে।
  • অফিসে দুজন কর্মীর মধ্যে ১ মিটার দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক।
 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube