করোনার ভয়ে গৃহবন্দি কুইন এলিজাবেথ

LONDON, UNITED KINGDOM - FEBRUARY 25: Queen Elizabeth II during a visit to the headquarters of MI5 at Thames House on February 25, 2020 in London, England. MI5 is the United Kingdom's domestic counter-intelligence and security agency. (Photo by Victoria Jones - WPA Pool/Getty Images)

নিউজটাইম ওয়েবডেস্ক :  

করোনাভাইরাসের জেরে গোটা বিশ্ব আজ গৃহবন্দি। এরই মধ্যে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ রাজপরিবারের এক কর্মী। সেই ঘটনায় আতঙ্কিত হয়ে রানি দ্বিতীয় এলিজাবেথ চলে গেলেন বাকিংহাম প্যালেসে এবং তা অনির্দিষ্টকালের জন্য।

ব্রিটেনের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কোন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন, তা স্পষ্ট করে বলা হয়নি। তবে ওই রাজকর্মীর রিপোর্ট পজিটিভ আসে। সেই সময় রানি বাকিংহাম প্যালেসেই ছিলেন। রাজ পরিবারের যে কর্মীরা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন, তাঁরা স্বেচ্ছা-পর্যবেক্ষণে রয়েছেন।

রাজপরিবারের একটি সূত্র উদ্ধৃত করে একটি ব্রিটিশ পত্রিকা থেকে জানানো হয়, ‘রানি উইন্ডসর দুর্গে যাওয়ার আগেই ওই কর্মীর দেহে করোনা মিলেছে। প্রাসাদে ৫০০ জন কর্মী আছেন।’

বিষয়টি নিয়ে অবশ্য বাকিংহাম প্যালেসের তরফে কোনও মন্তব্য করা হয়নি। তবে জানানো হয়েছে, ব্রিটিশ রাজপরিবার থেকে করোনা মহামারী পরিস্থিতিতে সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।

প্রসঙ্গত, করোনার দাপটে রীতিমতো বিপর্যস্ত গোটা ইংল্যান্ড। ভারতীয় সময় অনুযায়ী সোমবার বিকেল পর্যন্ত ব্রিটেনে করোনায় আক্রান্ত হয়ে ২৮১ জনের মৃত্যু হয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube