
A staff member of Taiwans BluSense Diagnostics displays a ViroTrack, a COVID-19 coronavirus test kit, during a press conference at the Ministry of Science and Technology in Taipei on April 8, 2020. (Photo by Sam Yeh / AFP)
নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতে করোনার দাপট অব্যাহত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বৃহস্পতিবার সকালে দেওয়া পরিসংখ্যান অনুসারে এদেশে সংক্রমণের নয়া রেকর্ড গড়লো ওই মারণ ভাইরাস। গত ২৪ ঘণ্টায় ৩২,৬৯৫ জন মানুষের শরীরে মিলল করোনার সন্ধান। সব মিলিয়ে মোট ৯.৬৮ লক্ষ মানুষ কোভিড- ১৯ আক্রান্ত। একদিনের মধ্যে সারা দেশে ৬০৬ জনের প্রাণ কাড়ল করোনা, ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪,৯১৫ জন। তবে চিকিৎসা সহায়তায় দ্রুত সুস্থ হয়ে উঠছেন বহু মানুষ। এখনও পর্যন্ত ভারতে প্রায় ৬.১ লক্ষ করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। বৃহস্পতিবার সকালে এই পুনরুদ্ধারের হার বেড়ে দাঁড়িয়েছে ৬৩.২৫ শতাংশে।
এই নিয়ে টানা দ্বিতীয় দিন একদিনের মধ্যে সংক্রমণের নয়া রেকর্ড গড়লো করোনা ভাইরাস। তবে এই প্রথমবার মাত্র ২৪ ঘণ্টায় দেশে ৩০,০০০ এর বেশি মানুষের শরীরে করোনা পজিটিভ ধরা পড়লো। বুধবার ২৯,০০০ এরও বেশি নতুন সংক্রমণ ধরা পড়েছিল। খুব স্বাভাবিকভাবেই বাড়ছে করোনা পরীক্ষায় ইতিবাচক রোগীর হার। বুধবার যেখানে ৯.১৯ শতাংশ মানুষ করোনা পজিটিভ হিসাবে ধরা পড়েছিলেন, বৃহস্পতিবার সেখানে সেই হার বেড়ে দাঁড়িয়েছে ১০ শতাংশে। প্রায় ১৩০ কোটি মানুষের দেশে এখনও পর্যন্ত প্রায় ১.২৭ কোটি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে; সবচেয়ে বড় কথা একজন ব্যক্তির করোনা থেকে পুরোপুরি সেরে ওঠার মধ্যে তাঁর আরও বেশ কয়েকবার পরীক্ষা করা হচ্ছে। বুধবার ৩,২৬,৮২৬ জনের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে, সরকার জানিয়েছে একদিনে এই পরীক্ষার সংখ্যা এখনও পর্যন্ত সর্বাধিক।- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022