করোনার নিরাময় খুঁজতে গিয়ে পাওয়া গেল এইচআইভি এইডসের ওষুধ

নিউজটাইম ওয়েবডেস্ক : গোটা বিশ্ব কোভিড-১৯ এর জালে জর্জরীত। এই অতিমারির এখনও কোনো চিকিৎসা পাওয়া ‌যায়নি, বর্তমানে বিভইন্ন রকম প্রিভেন্টিভ চিকিৎসার মধ্যমে করা হচ্ছে সুরাহা। এরই মাঝে পশ্চিমের বিভিন্ন দেশ মারণ রোগ এইচআইভি এইডসের ওষুধের ব্যবহারও করেছেন এই রোগের চিকিৎসায়, তা খানিকটা কাজেও দিয়েছে।

এর মাঝেই এক সুখবর দিল ব্রাজিল। এইচআইভি এইডসের চিকিৎসা খুঁজে পেয়েছেন এখানকার চিকিৎসকরা। প্রায় এক বছর টানা চিকিৎসার পর এইডস মুক্ত এক রোগী। এই খভরে আশার আলো দেখছেন বিশ্ব চিকিৎসা মহল। সাধারণ ভাবেই মনে করা হচ্ছএ এইডসের মত মারণ রোগের চিকিৎসা খুঁজে পাওয়া গেলে, পাওয়া ‌যাবে করোনার চিকিৎসাও।

৩০ বছর বয়েসি ব্রাজিল নিবাসি এক এইচআইভি আক্রান্ত দীর্ঘ চিকিৎসার পর এখন এইডস মুক্ত। গোটা বিশ্বে এটিই প্রথম এইচআইভি রোগের নিরাময়ের ঘটনা। তাও সম্ভব হয়েছে শুধউমাত্র ওষুধের দ্বারা।

চিকিৎসক সুত্রে জানা গেছে 30 বছর বয়েসি সাও পাওলো এক বছর টানা এইচআইভই রোগের একাধিক ওষুধের মিশ্রণ খেয়েছেন। এবং এরফলেই তিনি বর্তমানে এইচআইভি মুক্ত। এই একাধইক ওষুধএর মিশ্রণকে নাম দেওয়া হয়েছে ‘আর্ট’।

সাও পাওলোকে চলতি এইডেসর ওষুধএর সাথে সাথে নিকোটিনামাইড নামের আরও একটি ওষুধও দেওয়া ‌যায়, ‌যা মূলত ভিটামিন বি থ্রী এর উৎস। তাছাড়া আরও দুজনকেও দেওয়া হয় এইডসের ওষুধ, ‌যার ইতিবাচক ফল মিলেছে। তবে চিকিৎসকরা এও জানিয়েছেন, এই দুই রোগী ওষুধের সাথে সাথে বোনম্যারো ট্রান্সপ্লান্টও করেছেন। কিন্তু তৃতীয় রোগী সুস্থ হয়েছেন সুধুমাত্র ওষুধের সাহা‌য্যেই।

এই ব্যক্তি ২০১২ সালে এইডস পজিটিভ হিসেবে চিহ্নিত হন, এবং তারপর থেকে প্রায় ৪৮ মাস টানা ওষুধ খেয়ে ‌যাচ্ছিলেন তিনি। এরপরই এই বছর এইচআইভি টেস্টের ফল নেগেটিভ এসেছে তাঁর।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube