
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে বিশ্ব ব্যাপী মৃত্যুর সংখ্যা ১৮,০০০ ছাড়িয়েছে। ইতিমধ্যে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪লক্ষ ১৭ হাজারে। ২৫শে মার্চ সকাল ৭ছ৩০ মিনিটে আসা তথ্য অনুযায়ী বিশ্বে বর্তমানে মৃত্যুর সংখ্যা ১৮,৬০০। সমগ্র আক্রান্ত সংখ্যার মধ্যে সিংহভাগ হয়েছে ইউরোপ থেকে, বিশ্বের শুধুমাত্র এইভাগ থেকে মোট আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে প্রায় ১৯৫,০০০। বিশ্ব জুড়ে মৃতের সংখ্যা ১৬,২৩১, এর মধ্যে ১০,০০০ এরও বেশি মৃত্যু হয়েছে ইউরোপিয় অঞ্চলে। ওয়েস্টার্ন প্যাসিফিক রিজিয়ন ৯৬,৫৮০ টি কনফার্ম কেস এবং ৩৫০২ সংখ্যক মৃত্যু নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।
বুধবার সকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস জানান, আমের্কায় ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই হারে বাড়তে থাকলে এরপর আমেরিকা হয়ে উঠবে করোনার নতুন এপিসেন্টার। বর্তমানে ইউরোপেই এই আন্তর্জাতিক মহামারীর এপিসেন্টার থাকলেও, ভয়ানক দ্রুতগতিতে সংক্রমণের সংখ্যা বাড়ছে আমেরিকায়। এই হারে সংখ্যা বাড়তে থাকলে খুব শীঘ্রই ইউনাইটেড স্টেটস হয়ে উঠবে এই মহামারীর উপকেন্দ্র। বুধবার সকালে ভরতে মাদুরাইয়ে এক ৫০ বছর বয়েসি বৃদ্ধের মৃত্যু হয়েছে। এই ব্যক্তির মৃত্যুর পর ভারতে মৃতের সংখ্যা দাঁড়াল ১২। এই বৃদ্ধের কোনো বিদেশ ভ্রমণের কথা জানা যায়নি, ফলে কিভাবে তাঁর শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ হল তা খোঁজার চেষ্টা চলছে। দেশের অবস্থার পরিপ্রেক্ষিতে, মঙ্গলবার রাতে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণএ ২১ দিনের সারা ভারত লক ডাউন ঘোষণা করেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কার্যত হাত জোড় করে দেশ বাসীর কাছে অনুরোধ করেন ঘরে থাকার, খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোতে। এছাড়া তিনি এও জানান, করোনা মোকাবিলায় ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে স্বাস্থ্য খাতে, যার সাহায্যে হাসপাতাল, ক্লিনিক, ল্যাব, আইসোলেশন ওয়ার্ড, এবং বর্তমানে কার্যরত হাসপাতালগুলির উন্নতিকল্পে ব্যবহার করা যাবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022