করোনার থাবা এবার রাজ্যসভা নির্বাচনে ও

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণের জেরে স্থগিত সব কিছুই। এবার পিছিয়ে গেল রাজ্যসভা নির্বাচন। ২৬ মার্চ ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন কমিশন আপাতত তা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে করোনাভাইরাসের জেরে দেশজুড়ে কার্যত লকডাউন চলছে ৩১ মার্চ অবধি।

পশ্চিমবঙ্গ সহ অনেক রাজ্যে রাজ্যসভা নির্বাচন ইতিমধ্যেই শেষ । কিন্তু এখনও বাকি ১৮টি আসনের জন্য সাত রাজ্যে নির্বাচন। তার দিনক্ষণ এবার পিছিয়ে গেল। নির্বাচন কমিশনের এক পদস্থ কর্তা জানিয়েছেন যে আপাতত নির্বাচন করার পরিস্থিতি নেই। তাই পিছিয়ে দেওয়া হল।

ইসি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে বর্তমানে দেশ একটি স্বাস্থ্য সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। সেখানে একজায়গায় অনেক লোক জমায়েত করা উচিত নয়। সংক্রমণ রোখার জন্য রুখে দাঁড়াতে হবে ।রাজ্যসভা নির্বাচন হলে বহু মানুষ একত্রিত হবেন । যেটি কাম্য নয়। তাই ভোট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।

 

ভোট হওয়ার কথা ছিল মধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, মণিপুর, মেঘালয় ও গুজরাতে ও । যা এখন জনপ্রতিনিধিত্ব আইনের ১৫৩ ধারা জারি করে পিছিয়ে দিল নির্বাচন কমিশন। তবে জুন মাসে যে পর্যায়ের রাজ্যসভা নির্বাচন আছে, তার  সম্পর্কে এখনই সিদ্ধান্ত নেওয়া হয়নি।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube