
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাসের আশঙ্কায়, ফিফা ওয়ার্ল্ডকাপ কাতার ২০২২ এবং এফসি এশিয়ান কাপ চিন ২০২৩ এর দ্বিতীয় পর্যায়ের কোয়ালিফায়িং ম্যাচ আপাততর মত স্থগিত রাখা হল। পরবর্তী ঘোষণার আগে পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে। ফেফা একটি চিঠিতে জানায়, ফিফা এবং এফসির অধিকর্তারা এই নিয়ে বৈঠকের পর জানানো হবে পরবর্তী সময়সূ।
ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এশিয়ান চ্যাম্পিয়ান কাতারের ম্যাচ হওয়ার কথা ছিল আগামী ২৬শে মার্চ ২০২০। জুন মাসে ব্লু টাইগারদের বাংলাদেশের বিরুদ্ধে ঢাকায় একটি ম্যাচের কথা ছিল আগামী ৪ই জুন। এবং আগামী ৯ই জুন কলকাতায় হওয়ার কথা ছিল আফগানিস্থানের ম্যাচ সেটিও স্থগিত হয়েছে। অন্যদিকে মহাদেশীয় শীর্ষ বিভাগ বলে, কোনো দেশ ও তাদের স্বাস্থ ব্যবস্থা যদি করোনা ভাইরাসের প্রতিরেধ ব্যবস্থা নিয়ে আশ্বাস দিতে পারে, তবে পূর্ববর্তী সময়সূচী অনুযায়ী হতে পারে ম্যাচ। তবে সেক্ষেত্রে সেই ম্যাচের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সমস্ত মানুষকে আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা ফিফার নির্দেশিত স্ট্যান্ডার্ড মেনে তাঁদের অনুমোদন পেতে হবে। এছাড়া ফিফা জানায়, এরপরও পরিস্থিতির এপর কড়া নজর রাখবে তাঁরা। এবং প্রয়োজনে আবার বদলাতে পারে খেলার সময়সূচি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022