
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার থাবা থেকে রাজধানীবাসীকে সুরক্ষিত রাখতে অবশেষে দিল্লিতে স্কুল, কলেজ ও সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। মুখ্যমন্ত্রীর এই নির্দেশিকা আগামী ৩১ মার্চ পর্যন্ত জারি থাকবে।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ৭৩। আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে আগেই প্রাথমিক স্কুলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় দিল্লি সরকার। এবার দিল্লির স্কুলগুলিতে চলা পরীক্ষাও সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল সরকারের তরফে। পাশাপাশি ভিড় এড়াতে সিনেমা হল গুলির ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রসঙ্গত, গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হু-এর তরফে করোনাকে ‘বিশ্ব মহামারী’ তকমা দেওয়া হয়েছে। সারা দেশ জুড়ে এই মারণ রোগে আক্রান্ত হয়েছেন প্রায় এক লক্ষ ২০ হাজার মানুষ। যাবতীয় সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও ভারতের আক্রান্তর সংখ্যা হয়েছে ৭৩ জন। ১৫ এপ্রিল পর্যন্ত ভিসা প্রদানের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র সরকার। তাই এবার আর কোনরকম ঝুঁকি না নিয়ে স্কুল,কলেজ ও সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন আপ সুপ্রিমো।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023