করোনার জের! ভারতে ৩.২ শতাংশ অর্থনীতি সংকোচনের আশঙ্কা বিশ্ব ব্যাঙ্কের

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণ রুখতে বিশ্বের বিভিন্ন প্রান্তে গত কয়েকমাস ধরেই চলছে লকডাউন। যার ফলে অর্থনীতির গতি অনেকখানি শ্লথ হয়েছে। বিভিন্ন দেশে কমেছে জিডিপি বৃদ্ধির হারও। এই পরিস্থিতিতে ফের নতুন করে আশঙ্কার কথা শোনাল বিশ্ব ব্যাঙ্ক। আন্তর্জাতিক এই সংস্থার কথায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবার আরও একবার ভয়ঙ্কর আর্থিক মন্দা আসতে চলেছে। একইসাথে এই সংস্থার তরফে জানানো হয়, চলতি অর্থবর্ষে ভারতের অর্থনীতি ৩.২ শতাংশ কমতে পারে।

সোমবার বিশ্ব ব্যাঙ্ক ‘Global Economic Prospects report’ প্রকাশ করেছে। সেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে ২০২০-২১ অর্থবর্ষে ভারতের অর্থনীতি সংকুচিত হবে। তবে পরবর্তী অর্থবর্ষে অর্থাৎ ২০২১-২২ অর্থবর্ষে তা আরও ৩.১ শতাংশ হারে বাড়তে পারে বলেও আশা প্রকাশ করেছে এই সংস্থা। মারণ ভাইরাস করোনার জেরে যেমন দেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে তেমনই প্রবল ধাক্কা খেয়েছে অসংগঠিত ক্ষেত্রগুলি। এই মহামারীতে জীবনের পাশাপাশি জীবিকাও হারাতে হয়েছে বহু মানুষকে। দেশগুলিতে ফের দারিদ্রসীমার নিচে চলে গিয়েছেন প্রায় কয়েক কোটি মানুষ। তাই চলতি আর্থিক বছরে বিশ্বের জিডিপি তথা মোট অভ্যন্তরীণ উৎপাদন ৫.২ শতাংশ হারে সংকুচিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব ব্যাঙ্ক।

বিশ্ব ব্যাঙ্কের রিপোর্টে আরও জানানো হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম এত ভয়াবহ মন্দার পরিস্থিতি তৈরি হয়েছে বিশ্বজুড়ে। তবে অনান্য দেশে আর্থিক ক্ষতি হলেও চিন চলতি অর্থবর্ষে ১ শতাংশ জিডিপি বাড়াতে পারে বলেও অনুমান করা হচ্ছে। তবে আশার কথা হল, উন্নয়নশীল দেশগুলি তাঁদের ক্ষত সারিয়ে খবু শীঘ্রই ঘুরে বাড়াতে পারবে। ২০২১ সালে ফের চাঙ্গা হবে বিশ্ব অর্থনাতি।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube