করোনার জের কাটতে না কাটতেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চিন

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার প্রকোপ থেকে এখনও পুরোপুরিভাবে মুক্ত নয় চিন, তার মধ্যেই শুক্রবার  ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল সীমান্তের কাছে অবস্থিত দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত। 

রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯।  চিনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের দাবি, তিব্বতের ২৮ দশমিক ৬৩ ডিগ্রি উত্তর ও ৮৭ দশমিক ৪২ ডিগ্রি পূর্ব অক্ষাংশে ছিল এই কম্পনটির কেন্দ্রস্থল। এবং ১০ কিলোমিটার ভূ-গভীরে রয়েছে ভুমিকম্পের উৎপত্তিস্থল।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ৩৩ মিনিটের দিকে মাউন্ট এভারেস্টের কাছে তিব্বতের জিগ্যাজে শহরের টিঙ্গরি কাউন্টিও এই ভূমিকম্পের জেরে কেঁপে উঠে। যদিও সেই কম্পনের জেরে বড়সড় কোন ক্ষয়ক্ষতির খবর মেলেনি বলেি জানিয়েছে তিব্বতের স্থানীয় সরকার। তবে ইতিমধ্যেই ক্ষয়ক্ষতির খবর নেওয়ার জন্য ভূমিকম্পকবলিত শহর ও গ্রামে সরকারি কর্মকর্তাদের পাঠানো হয়েছে। 

স্থানীস সংবাদ সংস্থা সুত্রে পাওয়া খবর অনুযায়ী, ভূমিকম্পের পরেই কেন্দ্রস্থলে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি সহ ৯ জন কর্মীকে পাঠানো হয়েছে। এছাড়াও প্রস্তুত রাখা হয়েছে আরও কয়েকশো ফায়ার সার্ভিসের কর্মী।

 

 

 
 
 
 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube